Dhaka 1:27 am, Sunday, 9 November 2025

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস–২০২৩ পালিত

31

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস -২০২৩ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ সমবায় বিভাগ এবং জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা সমবায় কার্যালয়ে স্থানীয় সংগীত শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এসময় অনুষ্ঠানের সভাপতি শেখ মাসুদুর রহমান সমবায় পতাকা উত্তোলন করেন।

পরে জেলা প্রশাসকের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা সমবায় কার্যালয়ে ফিরে শেষ হয়। এরপর গোপালগঞ্জ জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আল – বেলী আফিফা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এড.খাদিজা খানম, উত্তর গোপালগঞ্জ সন্ধানী দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সন্ধ্যা বালা, বড় বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি দাউদ আলী শেখ, চিত্রা মাল্টি পারপাস লিমিটেডের সভাপতি এড. ছালেকুল বাহার, গোপালগঞ্জ কেন্দ্রীয় শিল্প সমবায় লিমিটেডের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মোল্লা।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যবৃন্দ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ সফল খামারীদের মাঝে ক্রেস্ট ও ঋণের চেক বিতরণ করেন।

About Author Information

Main Section

Popular Post

মাদারীপুর-১ আসনে বাসার সিদ্দিকির গণসংযোগ ও র‍্যালি অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস–২০২৩ পালিত

Update Time : 04:01:11 pm, Saturday, 4 November 2023
31

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস -২০২৩ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ সমবায় বিভাগ এবং জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা সমবায় কার্যালয়ে স্থানীয় সংগীত শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এসময় অনুষ্ঠানের সভাপতি শেখ মাসুদুর রহমান সমবায় পতাকা উত্তোলন করেন।

পরে জেলা প্রশাসকের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা সমবায় কার্যালয়ে ফিরে শেষ হয়। এরপর গোপালগঞ্জ জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আল – বেলী আফিফা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এড.খাদিজা খানম, উত্তর গোপালগঞ্জ সন্ধানী দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সন্ধ্যা বালা, বড় বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি দাউদ আলী শেখ, চিত্রা মাল্টি পারপাস লিমিটেডের সভাপতি এড. ছালেকুল বাহার, গোপালগঞ্জ কেন্দ্রীয় শিল্প সমবায় লিমিটেডের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মোল্লা।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যবৃন্দ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ সফল খামারীদের মাঝে ক্রেস্ট ও ঋণের চেক বিতরণ করেন।