বাংলাদেশ সরকার কর্তৃক- ( সি আর) অনুমোদিত দেশের অন্যতম সাহিত্য সংগঠন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ এর সিলেট বিভাগীয় কমিটি ২০২৬ পুর্নগঠিত করে আজ মঙ্গলবার- ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি: সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদ কে সভাপতি ও এইচ আর রুবেল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করেছেন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কে এম সফর আলী।
তিনি আশাবাদী ২০২৬ সালে সিলেট বিভাগে শিল্প , সাহিত্যিকদের মাঝে চমক দেখাবে এই কমিটি, ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৩ বিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্য নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। উপদেষ্টা মন্ডলী সদস্য ,শেখ জেসমিন জাহিদ- লন্ডন প্রবাসী ও সমাজকর্মী, দেওয়ান মশিউর রেজা চৌধুরীর -সম্পাদক সময় নিউজ ২৪ ডট কম, আজিজ ইবনে গনি, ইলিয়াস আহমেদ।এস এম শরীয়ত উল্লাহ্, হাফেজ মাওলানা আবদুল আজিজ বাঘাসুরী।
কার্যনির্বাহী কমিটি- সভাপতি মোঃ আবেদ আহমেদ , সিনিয়র সহ সভাপতি মোঃ নাছির আহমেদ , সহ সভাপতি কবি মাওঃ ইব্রাহিম ইউসুফ , সাধারণ সম্পাদক এইচ আর রুবেল , যুগ্মসাধারণ সম্পাদক কবি শাহ সরোয়ার আলী , যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সাধারণ সম্পাদক এ এইচ মান্না , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফ আহমদ , সহ সাংগঠনিক সম্পাদক বিমান বিহারী বিশ্বাস , প্রচার ও প্রকাশনা সম্পাদক রামকৃষ্ণ তালুকদার ,দপ্তর সম্পাদক মিলন কান্তি দাস , সাহিত্য বিষয়ক সম্পাদক কেইএম তালুকদার তোফায়েল ,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মিল হোসেন
সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান রানা , সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ ওয়াহিদুল ইসলাম , শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন জুনেদ , আইন বিষয়ক সম্পাদক দ্রীরেন্দ কুমার দেব নাথ ,মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা হোসাইন , তথ্য প্রযুক্তি সম্পাদক প্রসেন্দ বৈদ্য রনি , ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আহসান উল্লাহ , নির্বাহী সদস্য রুমি আকতার রুশা ,নির্বাহী সদস্য সজিব দেবনাথ , নির্বাহী সদস্য ওয়াসিম মোল্লা।
মন্তব্য করুন