শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে কোটালীপাড়া আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৯৬ Time View
36

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের ১১ ইউনিয়নের নবগঠিত নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছৈ তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বি. মোল্লা, কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এইচ এম অহিদুল ইসলাম, কৃষ্ণ প্রসাদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, হাজী আমিনুজ্জামান খান মিলন, আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান বাদল, হান্নান শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense