নাচোল উপজেলা তাঁতীলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বেলা ৪টার সময় ডাকবাংলো প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তাঁতীলীগ সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা তাঁতীলীগের সভাপতি নিক্সন রাহাত রাজু। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক আখতার হামিদ খোকন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগ সহ-সভাপতি মিজানুর রহমান ও ওবাইদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ পৌর সদর তাতীলীগের সদস্য সচিব আবুল বাসার খান, নাচোল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এ দেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে চলছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের অব্যাহত উন্নয়নের চাকাকে সচল রাখতে বক্তারা আহবান জানান। এছাড়া বক্তারা দেশবিরোধী চক্রের ব্যাপারে সাবধান থেকে দেশপ্রেমে ব্রত হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক রাশিদুল ইসলাম।