আওয়ামী লীগের উন্নয়ন বিএনপির চোখে পড়েনা কারণ বিএনপি ভোগে বিশ্বাসী ত্যাগে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবাহান গোলাপ এমপি।
শুক্রবার সকালে মাদারীপুর কালকিনি উপজেলা সদর হতে মোল্লার হাট জিসি ভায়া সাহেবরামপুর ইউপি অফিস সড়কের পিএসসি গার্ডার ব্রিজ ও ঠ্যাংগামারা পাটাবালী হতে পাঙ্গাশিয়া সড়কের ভিত্তিপ্রস্ত্রর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এস.এম হানিফ, মাদারীপুর জেলা এল জি ই ডির নির্বাহী পোকৌশলী আসরাফ আলী খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার,কালকিনি থানা অফিসার ইনচার্জ সামিম হোসেন কালকিনি ২ নং ওয়ার্ড কাউন্সিলর অলিল হাওলাদারসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃনৃন্দ।