খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে রূপসা থানা এলাকা হতে ১৪০৫(এক হাজার চারশত পাঁচ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন গ্রেফতার।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে ২৬/০১/২০২৩ তারিখ ১১.০৫ ঘটিকার সময় রূপসা থানাধীন তিলক গ্রাম¯’ রূপসা হইতে মোংলাগামী সড়কের পূর্ব পাশে কুদির বটতলা জনৈক মোঃ এসকেন্দার হাওলাদার এর মুদি দোকানের সামনে আসামী ১। বিভাস দাস (৩১), পিতা- মৃত বিশ^নাথ দাস, মাতা-রীনা বালা দাস, সাং- ইয়ারপুর ৪ নং ওয়ার্ড (দক্ষিণ পাড়া), পোষ্ট-জিরাবো, থানা- আশুলিয়া, জেলা-ঢাকাকে ধৃত করে। ধৃত পূর্বক আসামীর হেফাজত হতে সর্বমোট ১৪০৫ (এক হাজার চারশত পাঁচ) পিচ হালকা লালচে রংয়ের কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ২৬/০১/২০২৩ তারিখ ১১.২৫ টার সময় জব্দতালিকা করতঃ রূপসা থানার মামলা নং-২০, তারিখ- ২৬/০১/২০২৩ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করে।