গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপত্তামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর সভাপতিত্বে জেলা পুলিশের সকল কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান। একই সাথে পুলিশের টহল বৃদ্ধি ও সার্বক্ষণিক নজরদারি রাখার জন্য সকল অফিসার ইনচার্জদের দিক-নির্দেশনা প্রদান করেন।