বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ডিসির সাথে সদর উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় ড. মিজানুর রহমান আজহারীর প্রার্থিতা নিয়ে প্রকাশিত খবরটি গুজব লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলা সংঘটিত হয়েছে মুশফিকের ক্যারিয়ারের মাইলফলক শততম টেস্টকে সামনে রেখে কী মন্তব্য করলেন ক্রীড়া উপদেষ্টা অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিলেন ফয়েজ তৈয়্যব দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে রংপুর বিভাগীয় বই মেলা বর্জন তারেক রহমানকে কটূক্তির অভিযোগে এক কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে মামলা গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত

আমার সানি লিওনের সঙ্গে কোনো মিল নেই: বললেন দীঘি

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪৮২ Time View
46

শিশুশিল্পী হিসেবে যতটা জনপ্রিয় ছিলেন, নায়িকা হওয়ার পর ততটাই যেন সমালোচনার শিকার হচ্ছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন। গোটা দেশে তার চমৎকার পরিচিতি তৈরি হয়েছিল।

কিন্তু ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর থেকে কেবল নিন্দাই সহ্য করতে হচ্ছে দীঘিকে। বিশেষ করে টিকটক ভিডিও বানানো ও সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবি দেয়ার কারণে তার সমালোচনা করেন নেটিজেনরা।

কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন দীঘিও। ওই সময় সানির সঙ্গে আলাপ হয় তার। ছবিও তোলেন তার সঙ্গে।

ওই সাক্ষাৎ প্রসঙ্গে পরে গণমাধ্যমকে দীঘি বলেছিলেন, ‘সানি খুবই ভালো, লক্ষ্মী’। দীঘির মন্তব্যটি ভাইরাল হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ব্যাপক হাসাহাসি হয়। এমনকি কেউ কেউ তো দীঘিকে সানি লিওনের সঙ্গেও তুলনা করে বসেন!

এ বিষয়ে দীঘি কী মনে করেন? সানি লিওনের সঙ্গে কি তার মিল আছে? একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয় দীঘিকে। জবাবে তিনি বলেন, ‘আমি তো আমার সঙ্গে সানি লিওনের কোনো মিল পাই না।

কারণ দুইটা ভিন্ন দেশের মানুষ আমরা। বয়সের ব্যবধানও তো অনেক। আমার পরিচয় একদমই আলাদা। আমি দীঘি, বড় হয়েও দীঘি, আবার শিশুশিল্পী হিসেবেও দীঘি, ভবিষ্যতেও তাই থাকব।’

প্রসঙ্গত, গত বছর নায়িকা হিসেবে অভিষেক হয়েছে দীঘির। এ পর্যন্ত নায়িকা চরিত্রে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’।

এখানে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া আরেকটি সিনেমার কাজ চলমান রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense