শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

সাবেক মেয়র আশরাফুলকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

মোঃ এনামুল হক নড়াইল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৬৭ Time View

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পৌরসভা- ২০২১ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় আশরাফুল আলমকে আজ সাময়িক দল থেকে বহিস্কার করেছে| ১৯অক্টোবর রোজ মঙ্গলবার সন্ধ্যার পর লোহাগড়া রাম নারায়ন পাবলিক লাইব্রেরী হল রুমে এক সংবাদ সম্মেলনে লোহাগড়া উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান|

এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া আওয়ামীলীগের সকল নেতাকর্মীগন ও নড়াইল জেলা আঃলীগের সহ সভাপতি শিকদার আজাদুর রহমান আজাদ| নেতা আশরাফুল আলম বর্তমান লোহাগড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং যুবলীগের সভাপতি|

সংবাদ সম্মেলনে মুন্সি আলাউদ্দীন বলেন, গত ১৩ অক্টোবর উপজেলা আওয়ামীলীগের ৯ সদস্য বিশিষ্ট কমিটির এক জরুরী সভায় তাকে বহিস্কারের সিদ্ধান্ত হয়| একই সাথে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য নড়াইল জেলা আওয়ামীলীগ অফিসে লিখিত সুপারিশ করা হয়েছে|

তিনি আরও জানান, দলের শৃঙ্খলা ভঙ্গ করে কেউ বিদ্রোহী প্রার্থীর সাথে কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে| সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিকদার আজাদ রহমান| লোহাগড়া আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল হক রোম, যুগ্ম সম্পাদক শেখ সিহানুক রহমান, সাজ্জাদ হোসেন মুন্না, সলিমউল্লাহ পাপ্পু, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী বনি আমিন, সম্পাদক জাকির হোসেনসহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ|

উল্লেখ্য আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমানকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন|

তবে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম| তিনি “জগ প্রতীক” নিয়ে নির্বাচন করছেন| দলের সিদ্ধান্তে তাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্তর জন্য সুপারিশ পাঠানো হয় জেলা কমিটির নিকট|

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category