মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে একরাতে ৮ টি প্রতিষ্ঠানে চুরি

মো:ইমরান হোসেন শ্রীমঙ্গল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৪৬ Time View

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার প্রাণকেন্দ্রে একরাতে ৮ টি প্রতিষ্টানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ও বুধবার ভোররাতে এসব দোকান চুরি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

১ সেপ্টেম্বর ২০২১ ইং। বুধবার সকালে দোকান খোলার পর চুরি হওয়ার বিষয়টি নজরে আসে ব্যবসায়ীদের। চুরি হওয়ার দোকান গুলো হলো। ১। মোঃ রিয়াদ হোসেন এর ওয়াটার লিলি ফুড স্টোর, ৬৮ উকিল বাড়ী রোড,শ্রীমঙ্গল, ২। দেবনাথ মেডিকেল হল, সোনামিয়া রোড (মিশন রোড) শ্রীমঙ্গল,

৩। লিটন দেব এর প্রীতি এন্ড প্রিয়া ভেরাইটিজ স্টোর, রুপসপুর দূর্গাবাড়ী সামনে, ৪। মোঃ মিছবা উদ্দিন এর সি লেডিস টেইলার্স আর.কে মিশন রোড,শ্রীমঙ্গল, ৫। মোঃ তুহিন চৌধুরী এর ছাদ ভ্যারাইটিজ স্টোর,কলেজ রোড, ৬। রোমান ধর এর পূরবী স্টোর,কলেজ রোড, ৭। অপু সরকারের,আয়ুস ডিজিটাল স্টুডিও, কলেজ রোড, ৮। দেবদাস চক্রবর্তী এর সুহাসিনী ফার্মেসী,কলেজ রোড শ্রীমঙ্গল।

সংগবদ্ধ চোরেরা ওই ৮ টি দোকান থেকে ক্ষয়ক্ষতি সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করেছে। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মুঠোফোনে জানান, একরাতে আটটি দোকান চুরির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, তবে এখনো পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো অভিযোগ পাননি, তবুও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানান।

এদিকে ব্যবসায়ীরা শ্রীমঙ্গলে দোকান চুরি বন্ধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল ব্যবসা সমিতি ও শ্রীমঙ্গল প্রশাসনের যথাসাধ্য হস্তক্ষেপ কামনা করছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense