শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

কাশিয়ানীতে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা

 প্রতিনিধি কাশিয়ানী
  • Update Time : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৪১৩ Time View

এলাকার আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্য দিবালোকে শরিফুল ইসলাম হেলাল (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা।

সোমবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

হেলাল ওই গ্রামের ফেরদাউস আলম মনার ছেলে। ওসি মো. আজিজুর রহমা জানান, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ তালুকদার ও শরিফুল ইসলাম হেলালের মধ্যে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে সোমবার ওই গ্রামের সৈয়দ সরদারের বাড়ির সামনে হেলালকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে জাহিদ তালুকদারের লোকজন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category