ঢাকা জেলার সাভার বিরুলিয়া আকরাইন চৌরাস্তায় (২৭ শে জানুয়ারি মঙ্গলবার)ড্যাফোডিল ইউনিভার্সিটি’র শিক্ষার্থী বহন করা একটি বাস এক পথচারীকে চাপা দেন এ ঘটনায় পথচারী নিহত হয়। বাসটি স্থানীয়রা আটক করেন ও পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসের চালাক বেপরোয়া ভাবে গাড়ি কি চালিয়ে আসছিল, আর পথচারী রাস্তা পারাপার হওয়ার জন্য অপেক্ষায় ছিল। কিন্তু চালকের বেপরোভাবে দ্রুতগতিতে উল্টো পাশ দিয়ে আসা ঘাতক বাসটি অপেক্ষাকৃত পথচারী উপর চাপা দেয়, পথচারী সাথে সাথেই নিহত হয়। ঘাতক বাসটি দ্রুত শর্টকে পাড়ার সময় উপস্থিত স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন এবং ঘাতক বাসটিকে আটক করেন। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ হবে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়রা আরোও জানান, সাভার বিরুলিয়া আকরান চৌরাস্তায় দিনরাত সবসময়ই জ্যামের সৃষ্টি হয়ে থাকে, এখানে চার রাস্তার মোড় এইজন্য একটু বেশি যানবাহন চলাচল করেন। মাঝে মাঝে ছোটখাটো দুর্ঘটনা এক্সিডেন্ট হয়ে থাকে কিন্তু এরকম দুর্ঘটনার কবলে খুব কমই পড়তে হয়। এটি একটা মর্মান্তিক দুর্ঘটনা আকরান বাজার চৌরাস্তায় সব সময় ড্যাফোডিল ইউনিভার্সিটি’র সিকিউরিটি গার্ড যানজট নিরাশনে নিয়মিত কাজ করে যাচ্ছে, ও পাশাপাশি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একজন সার্জেন্ট এবং একজন ট্রাফিক দায়িত্ব পালন করে আসছে। তারপর বেপরোয়া এলোমেলো ভাবে অটো রিক্সা বেড়ে যাওয়ায় মূলত অটোরিক্সার কারণেই যানজটের সৃষ্টি হয়ে থাকে। এরকম আকাঙ্ক্ষিত ঘটনা যেন না দেখতে হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মন্তব্য করুন