শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে এসি বিস্ফোরনে ৭ জন দগ্ধ সাদিপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পলাশ উপজেলা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুর ঝাউদিতে ১৫টি বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধেরে জেরে অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ রাজারহাটে তিস্তার নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু নড়াইলে পুলিশের অভিযানে ০১ বছর ০২ মাস সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ০১ কল রিসিভ করলেই তথ্য হ্যাক, বিষয়টি সঠিক নয় ইসরায়েল থেকে ঢাকায় ফ্লাইট নামা রহস্যজনক : রিজভী

গোপালগঞ্জ সদরের ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৪৭ Time View

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ৫ম ধাপে দেশজুড়ে ৭০৭টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৫ জানুয়ারি ২০২২ সালে অনুষ্ঠিত হবে বলে গত ৩০ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী গোপালগঞ্জের সদর উপজেলার আওতাভুক্ত মোট ২১টি ইউনিয়ন পরিষদের মধ্যে সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতায় ১টি পৌরসভা ও পৌরসভা সংলগ্ন ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সাময়িক স্থগিত রেখে বাকি ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠানের ঘোষণা দেন।

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলায় গত ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫৮ জন এবং সাধারণ সদস্য পদে ৪৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে তাদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেন।

গত ১২ ডিসেম্বর (রোববার) যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই- বাছাইয়ের শেষ তারিখ পর্যন্ত সর্বশেষ চেয়ারম্যান পদে ৯০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪৭ জন এবং সাধারণ সদস্য পদে ৪২২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১৩ — ১৫ ডিসেম্বর (সোমবার — বুধবার) অফিস চলাকালীন সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আপিল দায়ের করতে পারবেন। আপিল নিষ্পত্তির তারিখ আগামী ১৮ ডিসেম্বর (শনিবার)। ইউপি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের তারিখ
আগামী ১৯ ডিসেম্বর (রোববার)। আগামী ২০ ডিসেম্বর (সোমবার) নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাগণ। আগামী ২০২২ সালের ৫ জানুয়ারি (বুধবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানান উপজেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মো. মমতাজ-আল- শিবলি।

উল্লেখ্য, তৃতীয় ধাপে গত ১১ নভেম্বর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ এবং চতুর্থ ধাপে গত ২৮ নভেম্বর মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটাররা জেলা প্রশাসন, জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূয়সি প্রশংসা করেন।

আলোকিত জনপদ .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category