শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

কাশিয়ানীতে আ.লীগ নেতার স্মরণে শোক সভা

কাশিয়ানী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৭ Time View

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত শরাফত হোসেনের স্মরণে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওসার মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মকিমূল ইসলাম মকিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য স. ম আজিজুর রহমান, খ. ম সেকেন্দার আলী, ইলিয়াস আক্তার সাবু, মো. বাকা মিয়া, জাহিদুল ইসলাম খান, হায়দার আলী, হেমায়েত হোসেন, দেলোয়ার হোসেন, সাধন খান, উজ্জ্বল মিয়া, শ্যামল কান্তি টিকাদার, মজিবর হোসেন মিয়া, মোশারফ হোসেন মিয়া, আক্কআজ মোল্যা প্রমুখ।

স্মৃতিচারণ করে বক্তারা বলেন, শরাফত হোসেন একজন ভাল মানুষ ছিলেন। তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আদর্শ ইউনিয়নবাসীর কাছে স্মৃতি হয়ে থাকবে।

স্মৃতিচারণ শেষে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতির মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শরাফত হোসেন মারা যান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category