শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে ১ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ স্কুলের বার্ষিক অনুষ্ঠান শেষ করে আসার পথে সড়ক দুর্ঘটনা শিশু নিহত রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরের রাজৈর এ বিশ্ব মানবাধিকার সংস্থা এর নব গঠিত জেলা কমিটির পরিচিতিও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত ডিসির সাথে সদর উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় ড. মিজানুর রহমান আজহারীর প্রার্থিতা নিয়ে প্রকাশিত খবরটি গুজব লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলা সংঘটিত হয়েছে মুশফিকের ক্যারিয়ারের মাইলফলক শততম টেস্টকে সামনে রেখে কী মন্তব্য করলেন ক্রীড়া উপদেষ্টা অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিলেন ফয়েজ তৈয়্যব

আশুলিয়ায় গনধর্ষণের কিশোর গ্যাংয়ের ৩ জন গ্রেপ্তার করেছে র‍্যাব

মো.মাইনুল ইসলাম, সাভার ঢাকা
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৮৪ Time View
21

ঢাকা জেলার আশুলিয়ায় ভাইদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বোনকে গনধর্ষণের প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (৩০ মে) সন্ধায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ আশুলিয়ার নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. রাকিব মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রানা সরকার (৩২), মো. রবিউল শেখ রবি (২৪) ও মো. রাব্বি (২৩)। র্যাব সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আজ মঙ্গলবার সকালে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকা থেকে জামগড়া এলাকার ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ওই তিনজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত রানা সরকার ঢাকা জেলার বাসিন্দা, মো. রবিউল শেখ রবি (২৪) পাবনা ও মো. রাব্বি (২৩) গাজীপুর জেলার বাসিন্দা। আসামি রানা মূলত ওই এলাকার কিশোর গ্যাং লিডার এবং তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এছাড়াও অন্য আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। গত শনিবার (২৭ মে) রাতে পাওনা টাকার জন্য প্রতিবেশী এক নারীর বাসায় আসেন আরেক প্রতিবেশী আকবর।

একই সময় আসামিসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে আকবরের পিছনে পিছনে ভিকটিমের বাড়িতে আসে এবং আসামিরা সংঘবদ্ধ হয়ে আকবরকে মারধর করতে থাকে। এসময় ভিকটিম নারী ও তার ছোট দুই ভাইকে নিয়ে বাহিরে আসলে আসামিরা প্রচন্ড ক্ষিপ্ত হয়।

পরে ভিকটিম তার দুই ভাইকে নিয়ে পুনরায় বাসার ভেতরে প্রবেশ করেলে তৎক্ষণাৎ আসামিরাও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জোরপূর্বক ভিকটিমের বাসায় প্রবেশ করে এবং ভিকটিমের ভাইদের উপর্যুপুরি মারধর করে রুমের মধ্যে আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমের দুই ভাইয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে ভিকটিমকে জোরপূর্বক তার শয়ন কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমের বাড়িতে এসে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে ভিকটিম র‌্যাব-৪ বরাবর বর্ণিত ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ দাখিল করলে র্যাব-৪ সংশ্লিষ্ট বিষয়ে ছায়াতদন্ত শুরু করে। গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense