বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

বাগেরহাটে “মানসিক স্বাস্থ্য” শীর্ষক পলিসি এডভোকেসি সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা প্রতিনিধি, উজ্জ্বল কুমার দাস
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৬৩৬ Time View

বাগেরহাটে “মানসিক স্বাস্থ্য” শীর্ষক পলিসি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে, কমিক রিলিফ, ইউ.কে এর সহযোগিতায় অনুষ্ঠিত এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহম্মেদ।

জেলা সিভিজ সার্জন অফিস সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এডভোকেসি সভায় সভাপতিত্ত করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসানের পরিচালনায় এডভোকেসি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়্যারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ এহসানুল হক প্রমুখ। বক্তারা বাগেরহাট জেলায় মানসিক স্বাস্থ্য সেবা উন্নতির লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পেশা ও শ্রেনীর ব্যক্তিদের সহযোগিতার আহবান জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense