সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট, বাগেরহাট এর ২০২০-২১ শিক্ষা বর্ষের নবীন শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ) ম্যাটস এর ১নং অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে ম্যাটস ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ, আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
ম্যাটস, বাগেরহাট এর ৩৭ ও ৩৮ তম ব্যাচের শিক্ষার্থীদের সহযোগিতায় ইনস্টিটিউট কর্তৃপক্ষ নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সুখরঞ্জন দাস।
নবীনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য, দিক নির্দেশনা মূলক বক্তব্য দেওয়া হয়। নবীন বরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, চিকিৎসকরা দেশের প্রথম সারির নাগরিক, তাই শিক্ষার্থীদের নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার ব্যবহারে বিশেষ লক্ষ্য রেখে ভবিষ্যতে সুদক্ষ চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় নিতে হবে। এবং সফলতার মাধ্যমে এ মেডিকেল ইন্সটিটিউটের সুনাম বৃদ্ধি করতে হবে।
ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয় এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় নবীনসহ সকল শিক্ষার্থীদের চিকিৎসা শপথ পাঠ করান ডা. মোহাম্মদ রুহুল আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শহীদুল ইসলাম (প্রাক্তন অধ্যক্ষ, ম্যাটস, বাগেরহাট), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ রুহুল আমিন ( জুনিয়র লেকচারার, ম্যাটস, বাগেরহাট), সাইফুল ইসলাম (টিউটর ইন রেডিওগ্রাফি, ম্যাটস, বাগেরহাট)।
এছাড়া প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী ও সকল বর্ষের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।