রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :

কোভিড করুণ ঈদ

কবিঃ প্রফেসর এম শফিকুল ইসলাম লাভলু
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৮৪ Time View
প্রফেসর এম শফিকুল ইসলাম লাভলু
কবিঃ প্রফেসর এম শফিকুল ইসলাম লাভলু
প্রফেসর এম শফিকুল ইসলাম লাভলু
কদিন পরে মোদের ঘরে
আসবে জানি ঈদ-
সেই খুশিতে রোজ নিশিতে
দুচোখে নেই নিদ।
রোজা রেখে নামাজ পড়বো
এক জামাতে সবে-
মনের মেলায় মিলবো মোরা
কি যে মজা হবে।
দোকানীরা নতুন পোশাক
বেচবে চড়া দামে-
কপোতীরা প্রেম বিলাবে
সুবাস ভরা খামে।
যানবাহনে বাড়বে ভাড়া
বোশেখ পবন বেগে-
গরম তেজে উড়বে ধূলো
উঠলে দুদল রেগে।
কেউ যাবে ঐ ক্লিনিকে
কেউ রাঙাবে চোখ-
কেউ হারাবে প্রিয় স্বজন
কেউ নাকের নোলক।
প্রশাসনে বাড়বে তাড়া
বেতন বোনাস নিয়ে-
কেউ কাটাবে লম্বা ছুটি
কেউবা কোরবে বিয়ে ।
স্বাস্থ্যবিধি মানবে যারা
হবে পুরুস্কৃত-
চৌদ্দ শিকে মরবে ধুকে
উপেক্ষীত যত।
রাজনীতির ঐ দুধের মাছি
হুল ফুটাবে গাঁয়-
লুঙ্গী শাঁড়ীর ঢালবে সুবাস
কোভিড ভাসা বায়।
এঘর ওঘর দেখবে ঘুরে
নেবে দুখীর খোঁজ –
দুচার টাকা বিলিয়ে জনে
সারবে ভূরি ভোজ।
কেউ টাঙ্গাবে রঙিন ব্যানার
কেউ কালার ফেস্টুন –
কেউ রাঙ্গাবে রুগ্ন দেয়াল
কেউ বাধাবে খুন।
বিদেশিরা আসবে দেশে
সারবে সানাইর কাজ-
কেউ সুন্নতে খাৎনা দিয়ে
সাজবে নটরাজ ।
কঁচি কাঁচা মিষ্টি শিশু
শিরণি সেমাই খেয়ে-
ধ্যানাক নাচন নাচবে ওরা
খোশ সালামি পেয়ে।
কেউ ফুটাবে আঁতশবাজি
কেউ ফাটাবে বোম-
কেউ দেখাবে গোপালী ভাঁড়
কেউ গাবে হরদম।
কেউ মিলাবে চুটকী মেলা
কেউ ফানের আসর-
কেউ জোগাবে নতুন জুটি
কেউ ফুলের বাসর

নিঠুর কোডিড শিকল ছিঁড়ে
ধরলো হাতে বাঁশী –
পাগলা তানে দম কেড়ে নেয়
সর্বনাশা কাঁশি।
গোশ পোলাও যায় না গলে
কোভিড জ্বরে কাতর-
নীরব দহন যায় না কহন
ম্লান সূবাস আঁতর।
এগাঁও ছেড়ে ওগাঁও ধরে
চলছে কোভিড ধেয়ে-
কান্না দিয়ে স্বজন হিয়ে
চলছে পরাণ নিয়ে ।
সুখ পাখি কি ডাকবে আবার
বাঁকা শশীর বাকে-
আসবে কি সেই হারানো দিন
পাবো কি আর মাকে !?
কোভিড তুমি আর কতদিন
থাকবে মোদের দেশে-
আর কত প্রাণ পেলে বলো
ফিরবে অবশেষে?
ঢের হয়েছে এবার তবে
তোমার দেশে যাও-
আর নিও না কারো প্রাণ
মাথার কছম খাও।
ধরায় সবাই ছিলাম সুখে
তুমিই পথের কাঁটা –
ভালোয় ভালোয় কেটে পড়ো
নইলে আছে ঝাঁটা।
সবাই আছে নাইরে স্বজন
কান্নাই হলো সার –
ঈদের আমেজ ম্লান আজি
বইছি ব্যথার ভার ।
কবিঃ প্রফেসর এম শফিকুল ইসলাম লাভলু
বি এ (অনার্স) ফার্স্ট ক্লাস ফার্স্ট, এম এ ( ইংরেজি) ফার্স্ট ক্লাস ফার্স্ট।
উৎর্গঃ করোনায় প্রিয়জনহারা শোকসন্তপ্ত পরিবারকে।
রচনাঃ বিকেল ২ টা,১২/০৪/২০২১ ইং, সোমবার, দিঘি প্যালেস,টেকেরহাট,রাজৈর, মাদারীপুর।
প্রেরণায়ঃ অনন্যা শফিক ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category