রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

“পতেঙ্গা-১১ নং মাতব্বর ঘাটের ঝরাজীন্য মৃত্যু ঝুঁকিনিয়েই নৌ-যাত্রী পারাপার”

চট্টগ্রাম প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৭৫ Time View

২০১৯ সালের ২৮ মার্চ নগরীর ৪১নং ওয়ার্ডস্থ পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাটের ঝরাজীন্য অবস্থায় নৌ-যাত্রী পারাপারের দৃশ্য দেখা গেছে।

 

ইজরাদার আব্দুর শুক্কুর সওদাগর মেয়র মহোদয়ের প্রতি দৃষ্টি আকশন করেন যে, বিগত ২ বছর আগে  রাতের আধারে একটি মালবাহি রাইটার জাহাজের আঘাতে নৌ-ঘাটের বেশ কিছু অংশ ভেঙ্গে নিয়ে নদীর দিকে বিলিন করে দেন।

 

 

এই ভয়াবহ বিপদ জেনেও যাত্রীসাধারণ পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাট হয়ে আনোয়ারা-পটিয়া এবং কর্নফুলি উপজেলার আংশিক এলাকায় নিয়মিত শহরের পথে যাতায়াত করেন হাজারো চাকুরী ও পেশাজীবী লোকজন।

 

 

এই বিষয়ে ইজরাদার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কর্তৃপক্ষ কে বার বার জানালেও আজো কোন প্রতিকার পান নি বলে জানান।

 

 

ঘাটটের ইজার পাওয়া শুক্কুর সওঃ বলেন মেয়র মহোদয় যদি সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্রিজটি মেরামতের ব্যবস্থা গ্রহন করেন তাহলে আগামী বর্ষা মৌসুমে ঝুকি নিয়ে পারাপার হওয়া এবং বড় ধরনের দূঘটনা থেকে বেচে যাবে হাজার হাজার পারাপার হওয়া যাত্রী সাধারণ।

 

 

তাই পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাটের ঝরাজীন্য অবস্থার আশু উন্নয়ন ওজরুরী মেরামতের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র মহোদয়ের সু-দৃষ্টি কামনা করেছেন ইজরাদার আব্দুর শুক্কুর সওদাগর।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category