সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :

গোদাগাড়ীতে ৭ মার্চ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ১৭৫ Time View

 মোঃ ইসহাক গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৭ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে একযোগে সারা দেশের ন্যায় গোদাগাড়ীতেও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।ঐতিহাসিক ৭মার্চ বাংলাদেশে এই প্রথম জাতীয় ভাবে পালিত হচ্ছে। রেসক্রোর্স ময়দানে ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের এইদিনে ঐতিহাসিক ভাষণটি প্রদান করেছিলেন। এই ভাষণ মূলত একটি কবিতা। যা পরবর্তীতে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভূক্ত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) অশোক কুমার চৌধুরীসহ আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) অফিসার মোসাঃ নাজমুন নাহার (শাওন), গোদাগাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুর রাজ্জাক খান, গোদাগাড়ী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম (সৌরভ), গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুলসহ বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ এইসময় উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মতিয়র রহমান মুন্না প্রমূখ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category