রবিবার, ১২ মে ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

জীবননগরে ভ্রাম্যমাণ অভিযানে ৫ টি ইটভাটা মালিককে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ১০২ Time View

 হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদহ রোডে বাঁকা এলাকায় ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা কালে নির্ধারিত পরিমাপ থেকে ছোট পরিমাপের ইট তৈরি ও মুল্যতালিকা প্রদর্শন না করায় ৫টি ইটভাটা মালিকে মোট ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর সার্বিক তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ এর নেতৃত্বে জীবননগর উপজেলার হাসাদহ রোডে বাঁকা এলাকায় ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে বিএসটিআইয়ের নির্ধারিত স্ট্যান্ডার্ড পরিমাপ অনুযায়ী ইট তৈরি না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৮ ধারায় মেসার্স বিশ্বাস ব্রিকসকে ৩০,০০০/- টাকা, মেসার্স মাসুম ব্রিকসকে ৩০,০০০/- টাকা, মেসার্স অনিক ব্রিকসকে ৫০,০০০/- টাকা, মেসার্স এন বি এম ব্রিকসকে ৫০,০০০/- টাকা, মেসার্স আওয়াল ব্রিকসকে ৩০,০০০/- টাকাসহ অভিযানে ৫টি ইট ভাটাকে সতর্কতামুলক মোট ১,৯০,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্যাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ বিল্লাল হোসেন। নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category