রবিবার, ০৫ মে ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০০ Time View

 মোঃআসাদুল্লাহ,স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জেও ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নতুন স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রস্তুতি প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, প্রতিযোগিতার জেলা সমন্বয়ক ও ৯ বীর বগুড়া সেনানিবাসের উপ-অধিনায়ক মেজর মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির উজ-জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উঁরাও, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খাঁন পিপিএম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোসাঃ মনোয়ার খাতুন, মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি,পৌর মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রতিনিধিগন। ১৬ বছরের উর্ধ্বে জেলার সকল শ্রেনি পেশার মানুষের অংশগ্রহনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ম্যারাথন প্রতিযোগিতা জেলা নতুন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শান্তির মোড়, বিশ্বরোড, মহানন্দা বাস টার্মিনাল, ঢাকা বাস টার্মিনাল, ফুড অফিস মোড়, নিউমার্কেট, টাউন ক্লাব, গাবতলা মোড়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগন্জ সরকারি কলেজের সামনে রাস্তা হয়ে পুরাতন স্টেডিয়ামে এসে শেষ হয়। এ প্রতিযোগিতা ৫ কিলোমিটারের দৌড় হয়। জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও দপ্তরের প্রায় সাড়ে ৫ হাজার মানুষ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।এবং অংশগ্রহনকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category