শনিবার, ১১ মে ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :

১৩৩টি গাড়ি একটি অপরটিকে পেছন থেকে ধাক্কা মারে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেক্সঃ

 

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বরফে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ১৩৩টি গাড়ি একটি অপরটিকে পেছন থেকে ধাক্কা মারে। এ দুর্ঘটনায় কমপক্ষে নয়জনের মর্মান্তিত মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে টেক্সাসের ফোর্ট ওর্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।টেক্সাস ইন্টারস্টেট-৩৫ সড়কে বরফে পিচ্ছিল হয়ে থাকা সড়কে ১৮ চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এর ফলে ব্যস্ত সড়কটিতে একে একে সামনের সব গাড়িতে পেছনের গাড়িগুলো ধাক্কা মারে। এর ফলে এ সিরিজ দুর্ঘটনার ঘটে।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিটি গাড়ি তল্লাশি করে আরোহীদের বের করে আনার চেষ্টা করছেন।

ফোর্ট ওর্থের পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল সেগুরা বলেছেন, ফোর্ট ওর্থের আই-৩৫ডব্লিউ মহাসড়কে প্রায় এক মাইল এলাকাজুড়ে ৭৫-১০০টি গাড়ির সংঘর্ষ হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category