শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

“আল-জাজিরা কর্তৃক বাংলাদেশ বিরােধী ষড়যন্ত্রমূলক প্রতিবেদন প্রচারের প্রতিবাদে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির বিবৃতি”

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২৩ Time View

 নীতি সরকার,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আল-জাজিরা কর্তৃক বাংলাদেশ বিরােধী যড়যন্ত্রমূলক প্রতিবেদন প্রচারের প্রতিবাদে এক বিবৃতি প্রদান করা হয়েছে বলে জানা যায়। আজ মঙ্গলবার (০৯/০২/২০২০ ইং) বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ’র সাক্ষরিত এক বিবৃতি পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি আল-জাজিরা উদ্দেশ্য প্রণােদিত ও দুরভিসন্ধিমূলকভাবে বাংলাদেশ ও সরকারকে নিয়ে বিভ্রান্তিমূলক রুপকাহিনী তৈরি করে অপপ্রচার করেছে। তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতার নামে মনগড়া তথ্য প্রচারের মাধ্যমে আল-জাজিরা মূলত অপেশাদার ও হলুদ সাংবাদিকতার পরিচয় দিয়েছে। ইতিপূর্বেও আমরা লক্ষ্য করেছি, আল জাজিরা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধ শক্তির ক্রীড়নক হিসেবে কাজ করেছে, যার সত্যতা যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে আল-জাজিরার অপ-তৎপরতা এবং হেফাজতে ইসলামের আন্দোলনে হতাহতের সংখ্যা নিয়ে মিথ্যা ও বানােয়াট সংবাদ প্রচারই প্রমাণ করে। পূর্বের ন্যায় কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বর্তমানেও বাংলাদেশ ও সরকার বিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আল-জাজিরার এই উদ্দেশ্য প্রণােদিত ও দুরভিসন্ধিমূলক অপপ্রচার বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা বলেই আমরা মনে করি। আরও বলা হয়েছে, “আমরা আল-জাজিরা কর্তৃক রাজনৈতিক উদ্দেশ্য প্রণােদিত প্রতিবেদন All the Prime Minister’s Men’ প্রচারের মাধ্যমে বাংলাদেশ ও সরকার বিরােধী মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও মনগড়া তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” তারা বলেন, “আমরা আল-জাজিরাকে তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক সংবাদ প্রচারের আহবান জানাই। সংবাদমাধ্যম বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক সংবাদ প্রচারের মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি রাষ্টের অসঙ্গতিও তুলে ধরবে, এটাই কাম্য। একই সাথে, এই দূর্ভীসন্ধীমূলক অপ-প্রচারের বিরুদ্ধে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।” শিক্ষক সমিতি জানান,” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পূর্বের ন্যায় রাষ্ট্র, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা বিরােধী যেকোন অপশক্তির বিরুদ্ধে সর্বদা সােচ্চার থাকবে এবং ন্যায্যতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।”

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category