শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :

গোপালগঞ্জে শ্বশুর বাড়ীতে বেড়াতে আসা জামাইকে পিটিয়ে হত্যা, আটক-৩

 স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪৬ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্বশুর বাড়ীতে বেড়াতে আসা জামাই বিল্লাল গাজীকে (৪০) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আলমগীরের স্ত্রী যুথি আক্তারসহ তিনজনকে জনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (৭ এপ্রিল) ভোর রাতে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী গ্রামে এ হত্যারকান্ডের ঘটনা ঘটে। আজ রোববার (৭ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিল্লাল গাজী পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার গাবগাছিয়া গ্রামের মোখলেস গাজীর ছেলে। ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, প্রায় ৭ বছর আগে টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের সরোয়ার মোল্লা নামে এক ব্যক্তি নিজ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হন।

এ ঘটনায় সরোয়ারের পরিবারের লোকজন নিহত বিল্লাল গাজী ও তার শ্বশুরবাড়ীর লোকজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি সিআইডি গোপালগঞ্জ এর নিকট তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় নিহত বিল্লাল শেখ স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন ভারতে অবস্থান করছিলেন।

তিনি আরো জানান, প্রায় এক মাস আগে বিল্লাল শেখ দেশে এসে স্ত্রী-সন্তান নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামের শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে নিখোঁজ সরোয়ার মোল্লার লোকজন সিআইডিকে খবর দিলে বিল্লালের শ্বশুর বাড়ি গিয়ে তাকে খুঁজে না পেয়ে ফিরে যায় সিআইজির একটি দল।

পরে বাদী পক্ষের আলমগীরসহ তার লোকজন নিহত বিল্লালকে খুঁজতে থাকে। পরে রাত ২টার দিকে বেল্লালের শ্বশুরবাড়ীর পাশের কলাবাগানের মধ্যে খুঁজে পেয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে আলমগীর শেখের বাড়িতে নিয়ে এসে আবারো মারধর করলে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আলমগীরের স্ত্রী যুথি আক্তারসহ তিনজনকে জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category