সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

সাভারে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা

সাভার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৯৭ Time View

সাভারে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাভার থানার আহতাবুক্ত সকল মার্কেট ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১মার্চ) সকাল ১১ টায় থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ-জামান পিপিএম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক, উত্তর বিভাগ) মোঃ আব্দুল্লাহিল কাফী, পিপিএম।

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানে পরামর্শ দেয়া হয়। এছাড়া রমজান ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ।

এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস, সাভারের বৃহত্তর শপিংমল সিটি সেন্টার, নিউ মার্কেট, রাজ্জাক প্লাজা, উৎসব প্লাজা, কোরাইশী মার্কেট, বাজার রোড ব্যবসায়ী সমিতি ও জুয়েলারি সমিতির ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category