শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন প্রতিবন্ধীদের মূল ধারায় আনার প্রচেষ্টা আছে সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আন্তজার্তিক পর্যায়ে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের স্বর্ণ জয় কিশোর গ্যাং এর প্রধান ডাকাতি মামলার আসামী গ্রেফতারের নিউজ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা মির্জাপুরে আল-হিদায়াহ সংগঠনের উদ্যোগে ভেঙ্গে যাওয়া ব্রীজ সংস্কার সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত থাই পিএমও-তে প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা গ্রাহকের অর্ডারের অ্যাপল পণ্য যেভাবে হাতিয়ে নিচ্ছেন স্ক্যামাররা নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নড়াইলে ফায়ার সার্ভিস জাতীয় জরুরী সেবা, তাদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

নড়াইল জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে জেলা পুলিশ লাইনস্ মাঠে জরুরি মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল রপ্ত করার মহড়া অনুষ্ঠিত হয়।

এ মহড়ায় নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয় উপস্থিত ছিলেন। নড়াইল জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার জনাব মাসুদ রানা প্রথমে পুলিশ সদস্যদের উদ্দেশে আগুন নেভানোর বিভিন্ন কলা-কৌশল বিষয়ে আলোচনা করেন।

পরবর্তীতে জনাব মাসুদ রানা ও তার টিম আগুন নিভানো, আগুনে আটকে পড়া ভিকটিমকে উদ্ধার পূর্বক প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত হাসপাতালে প্রেরণ, লিফটে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করার যন্ত্র, বিল্ডিং এর নিচে চাপা পড়লে উদ্ধার করার যন্ত্রসহ আধুনিক যন্ত্রাদি প্রদর্শন করেন।

পরবর্তীতে পুলিশ সদস্যরা নিজ হাতে আগুন নেভানো কাজে অংশগ্রহণ করেন। জেলার সকল ইউনিটের পুলিশ সদস্যদের সাথে নিয়ে পুলিশ সুপার মহোদয় ফায়ার সার্ভিস টিম কর্তৃক প্রদর্শিত আগুন নেভানোর প্রতিটি মহড়া উপভোগ করেন। মহড়া শেষে পুলিশ সুপার মহোদয় বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ পুলিশের সাথে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করে মানুষের জীবন বাঁচায়। দেশের জন্য তাদের অবদান অসীম। সাম্প্রতিক সময়ে ঢাকায় বড় বড় দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্যদের আন্তরিকতায় অনেক মানুষ জীবন ফিরে পেয়েছে। রাস্তায় ফায়ার সার্ভিস গাড়ি দেখলে অবশ্যই তাদের আগে যাওয়ার সুযোগ দিতে হবে।” এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category