মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার-রশীদুজ্জামান

মোঃফয়সাল কয়রা উপজেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ Time View

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক।

নৌকা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতীক। দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে নৌকার বিকল্প নেই। নৌকা বাঁচলে দেশ বাঁচবে আর নৌকা ডুবলে সমগ্র বাংলাদেশ পিছিয়ে যাবে। সেজন্য, যে যেখানে অবস্থান নিয়েছেন, সেখান থেকে ঘরে ফিরে আসেন।

নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের উন্নয়নগুলো বুঝিয়ে বলেন। কারণ, আওয়ামী লীগের চেয়ে অন্য কোন দলের মানুষ বাংলাদেশের জন্য আপন নয়। ২৫ ডিসেম্বর সোমবার বিকালে আমাদী ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত কয়রার শুড়ীখালী বাজারে নির্বাচনী জনসভায় আমাদী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই নৌকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। এই নৌকা বাঙালি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচার অধিকার এনে দিয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজা, আওয়ামীলীগ নেতা ও পাইকগাছা পৌরসভার কাউন্সিলর আনিছুর রহমান মুক্ত, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম

কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রি, সহ-সভাপতি মাস্টার কফিল উদ্দিন, পাইকগাছা আওয়ামীলীগের সহ -সভাপতি সমীরণ সাধু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাসেল

জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আরিফুজ্জামান তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আমীন আলী গাঈন, রুহুল আমিন বিশ্বাস, ডাঃ খান আহম্মেদ হেলালীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ নির্বাচনী সভায় বিশাল মানুষের ঢলে জনসভায় রুপ নেয়।

চারিদিক থেকে নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বণিতা দৃঢ় কণ্ঠে নৌকার সমর্থনে আওয়াজ তোলেন। মুর্হু-মুর্হু নৌকার স্লোগানে-স্লোগানে আমাদী ইউনিয়নের শুড়ীখালীর জনপথ মুখরিত হয়ে ওঠে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category