বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :

লক্ষ্মীপুরের স্বাস্থ্য সেবা নিয়ে অনিয়ম ঢাকা ডায়াগনস্টিক সেন্টারে রাসেলের প্রতারণা!

সোহেল হোসেন, লক্ষীপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৭৬ Time View

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সেবা নিয়ে চলছে তুলকালাম। যত্রতত্র গড়ে উঠছে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার।

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪নং ইউনিয়ন মান্দারী বাজার ঢাকা ডায়াগনস্টিক সেন্টার। সেকমো জাকিরের রহমান রাসেল নিজেই এই ডায়গণষ্টিকের মালিক, সাথে তার ভাই আসিফুর রহমান রানা ও আছেন। ডাক্তার পরিচয়ে রীতিমত চেম্বার করলেও তিনি মূলত সেকমো।

সেকমো হলেও রাসেল নিজেই ডাক্তার, নিজেই প্যাথলজিষ্ট, নিজেই করেন আল্ট্রা!
বিশেষজ্ঞ চিকিৎসক সেজে চেম্বারের আয়োজন করে প্রেসক্রিপশন লিখেন।
ভিজিটের পাশাপাশি রোগীদের ধরিয়ে দেন অপ্রয়োজনীয় টেস্ট, হাতিয়ে নেন কাড়িকাড়ি টাকা।

এসব বিষয়ে জানতে চাইলে রাসেল জানান, আমি নিজেই ডাক্তার, নিজেই আল্ট্রা করি, আপনি পারলে কিছু করেন।
চিকিৎসা বিজ্ঞানের মত জটিল বিষয় নিয়ে এই ধরনের প্রতারণায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। একজন সেকমো আল্ট্রার মত পরীক্ষা নিরিক্ষা করতে পারেন কিনা, এই প্রশ্নের জবাবে লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডাঃ আহম্মদ কবির বলেন, সেকমোরা ডাক্তার নন, ডাক্তারের সহযোগী।
তিনি কোন ভাবেই আল্ট্রা করতে পারে না। বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category