শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগ

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩১৮ Time View

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন জ্যাক ডরসি।

ডরসি ২৯ নভেম্বর রাত ৯টা ৪৮ মিনিটে টুইট করে এ তথ্য জানান।  খবর আনাদোলুর।

খবরে বলা হয়, সোমবার জ্যাক ডরসি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন, যা খুব দ্রুতই কার্যকর হবে।

টুইটে একটি ইমেলের স্ক্রিনশট যুক্ত করে ডরসি লিখেছেন, আমি নিশ্চিত নই আপনারা শুনেছেন কিনা, কিন্তু আমি টুইটার থেকে পদত্যাগ করেছি।

ওই ইমেলে পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

এদিকে পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে পরাগ আগরওয়ালকে সিইও এবং বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত করেছে।  ২০২২ সাল পর্যন্ত কাজের মেয়াদ অনুযায়ী বোর্ডে থাকবেন ডরসি।

আগরওয়াল টুইটারের সঙ্গে রয়েছেন এক দশকেরও বেশি সময় ধরে।  তিনি ২০১৭ সাল থেকে টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন।

ডরসি টুইটারের সহপ্রতিষ্ঠাতা। তিনি ২০১০ সালে স্কয়ার নামে একটি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি চালু করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category