বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হালকা বাতাসেই বিদ্যুৎবিহীন কালকিনি হাসপাতাল সহ বেশিরভাগ এলাকা,ভোগান্তিতে রোগীরা গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক, ভিডিও করে প্রতারণা নড়াইলে ফায়ার সার্ভিস জাতীয় জরুরী সেবা, তাদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে বৈশ্বিক উষ্ণতারোধে সচেতনা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে আর্থ আওয়ার কর্মসূচী গাইবান্ধার চরাঞ্চলে যাত্রীসহ পণ্য পরিবহনে একমাত্র জান হচ্ছে ঘোড়ার গাড়ি গোবিন্দগঞ্জে বালু তোলার মহোৎসব,রাত নামলেই শুরু হয় কর্মযজ্ঞ আসামে দুই আইএস জঙ্গি গ্রেপ্তার নাটোর সিংড়ায় আশ্রয়ণ প্রকল্পের ২০ টি ঘর ভস্মীভূত অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ

দুই বছর অন্তর বিশ্বকাপ : প্রত্যাখান প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১০১ Time View

চার বছরের পরিবর্তে দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফার পরিকল্পনাকে প্রত্যাখান করেছে প্রিমিয়ার লিগের ২০টি ক্লাব। আন্তর্জাতিক ক্যালেন্ডার নিয়ে আয়োজিত এক সভায় ইংলিশ লিগের ক্লাবগুলো তাদের মতামত জানায়।

এছাড়াও লিগের ২০টি ক্লাবই ফিফার আন্তর্জাতিক সূচীর পাঁচটি উইন্ডো কমানোর প্রস্তাবও প্রত্যাখানও করেছে।
এ সম্পর্কে প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স এক বিবৃতিতে বলেছেন, ‘২০২৪ ফিফা বিশ্বকাপ পরবর্তী আন্তর্জাতিক ক্যালেন্ডাওে যেকোন বড় পরিবর্তনের বিষয়টি কোনভাবেই মেনে নিবে না প্রিমিয়ার লিগের ক্লাব। ক্লাবগুলো মনে করে বড় এই পরিবর্তনে কার্যত খেলোয়াড়রাই ক্ষতিগ্রস্থ হবে এবং এর ফলে প্রতিদ্বন্দ্বীতা, কাঠামো, ক্যালেন্ডর ও ঘরোয়া ফুটবলের ঐতিহ্য কমে যাবার হুমকি থাকবে।

ইউরোপীয়ান ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা উয়েফা ইতোমধ্যেই ফুটবলের এই পরিবর্তনের বিষয়ে শঙ্কা জানিয়ে বলেছে এমন হলে ইউরোপীয়ান কোন দেশ বিশ্বকাপে অংশ নিবে না। ফিফা সভাপাতি গিয়ান্নি ইফান্তিনো ও ফিফা ডেভেলপমেন্ট কমিটির প্রধান ও সাবেক আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারই মূলত দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের একটি প্রস্তাব দিয়েছে যা নিয়ে বিভিন্ন মহলে সমীক্ষা শুরু হয়েছে।

মাস্টার্স বলেন, ‘আমরাও নতুন ধারনা ও পরিকল্পনা পক্ষে। কিন্তু সেই পরিবর্তনগুলো অবশ্যই আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যাতে করে সব পর্যায়ের ফুটবলের উন্নতি হয়।  ফিফা এই ধরনের পরিকল্পনায় অবশ্য লীগগুলোর জন্য অর্থপূর্ণ কোন বিষয় থাকতে হবে। কারন বিশ্বজুড়ে এই লিগই ফুটবলের মূল কাঠামো তৈরী করে দিচ্ছে। দীর্ঘমেয়াদে ভবিষ্যতে যাতে ফুটবলের সর্বোচ্চ উন্নতি বজায় থাকে সেজন্য আমরা সাপোর্টার গ্রুপ, খেলোয়াড়, ঘরোয়া ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদের সাথে আলোচনা করে একটি সমাধান বের করতে পারি। এজন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

ইনফান্তিনো বলেছেন প্রতি এক বছর অন্তর একটি করে পুরুষ ও নারী বিশ্বকাপ আয়োজিত হলে তা তরুন সমর্থকদের ফুটবলের প্রতি আকৃষ্ট করবে। একইসাথে আরো বেশী দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, এতে প্রতিদ্ব›দ্বিতাও বাড়বে। (বাসস)

আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad

আলোকিত জনপদ টুইটার আইডিটি ফলো করুন
https://twitter.com/alokito_janapad

দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
https://www.youtube.com/channel/UCNzUOMDlhwvg5q6Mu_x3khQ

আলোকিত জনপদ .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category