সোমবার, ১৩ মে ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রায় ৪মাস পর বসানো হচ্ছে পদ্মা সেতুর ৩২তম স্প্যান।

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ১৬২ Time View
মোঃ আমানুল্লাহ ফকির, মাদারীপুর প্রতিনিধিঃ আজ শনিবার (১০ অক্টোবর) বসানো হচ্ছে পদ্মা সেতুর ৩২তম স্প্যান।
আজ ৩২তম বসানোর পর মূল সেতুর অবকাঠামোর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৮০০ মিটার বা প্রায় ৫ কিলোমিটার।
৩১তম স্প্যান বসানোর চার মাস পর আজ ৩২তম স্প্যানটি বসানো হচ্ছে।
আজ শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ( মুল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের।
মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানো হবে।
গত আগস্ট-সেপ্টেম্বর মাসে খুঁটির ওপর ৫টি স্প্যান বসানোর লক্ষ্য ছিলো।
তবে মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় একটি স্প্যানও বসানো সম্ভব হয়নি।
এখন পদ্মায় বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতাও একটু স্বাভাবিক গতিতে ফিরেছে। যার ফলে পদ্মা সেতুর নির্মাণ কাজেও গতি ফিরেছে।
তাই আজ শনিবার মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানোর দিনক্ষণ নির্ধারণ করা হয় ।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট ৪২টি খুঁটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২১টি ও জাজিরা প্রান্তে ২১টি। আর ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মাসেতু দৃশ্যমান হয়।
গত ৩০ মে পর্যন্ত জাজিরা প্রান্তে সেতুর ২৮টি স্প্যান বসানো হয়। আজ ২৯তম স্প্যান বসানো হলে জাজিরা প্রান্তে একসঙ্গে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হবে। আর মাওয়া প্রান্তে আজ শনিবার ৩২টি স্প্যানে পদ্মা সেতুর প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান হতে যাচ্ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category