রাজশাহীর পুঠিয়ায় বীর মুক্তিযোদ্ধা মইনউদ্দিনের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের বগুড়াপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মইনউদ্দিন (৭২) এর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগুড়াপাড়া মাঠে জানাযার নামাজের আগে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন পুঠিয়া থানার পুলিশ সদস্য। মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই মোহাম্মদ আনাছ পিএএ ও পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সরোয়ারদী সহ রাজনৈতিক কর্মীবৃন্দ।
পরে নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা মইনউদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন পুঠিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমের বিদেয়ী আত্নাার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, গতকাল (০২ সেপ্টেম্বর) সন্ধা সাতটায় মরহুম মইনউদ্দিন পাঠান। সেসময় তাকে রামেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।