মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয় খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের দপ্তর সম্পাদক রিয়াজকে শোকজ ঝিনাইদহ-১ উপনির্বাচন : আ.লীগের মনোনয়ন কিনলেন ২৫ জন মসজিদ পরিষ্কার করছিলেন ইমাম, পুকুরে ডুবে ২ সন্তানের মৃত্যু ফরিদপুরে ২ সমবায় কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আগৈলঝাড়া রামশীল খাল থেকে নিখোঁজ হওয়া ১৮ মাসের বাঁচ্চার ভাসমান লাশ উদ্ধার নড়াইলে মাইজপাড়া ও কলোড়া ইউপি নির্বাচন-২০২৪ এর ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার গরমে স্কুল বন্ধ রাখায় মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নড়াইলে নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন: স্বাস্থ্যমন্ত্রী পবা সাব রেজিস্ট্রারের ঘুষ বানিজ্যের হাতিয়ার রনি-নাদিম সিন্ডিকেট

করোনা মোকাবেলা করেই আমাদের পথ চলতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবেঃ চীফ হুইপ লিটন

শিবচর(মাদারীপুর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ১৭৬ Time View

যখন পৃথিবীর অনেক দেশ করোনার টিকা দিতে পারে নাই । তখন থেকে আমাদের দেশে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। ভারত থেকে টিকা আমরা আনতাম। কিন্তু ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছেন।

করোনা মোকাবেলা করেই আমাদের পথ চলতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে মাদারীপুরের শিবচরের স্থানীয় চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে ঈদ উপলক্ষে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফর নগদ অর্থ সহায়তা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।

এসময় শিবচর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৬হাজার দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জনপ্রতি চারশত পঞ্চাশ টাকা করে বিজিএফ (আর্থিক) সহায়তা প্রদান করা হয়।

এসময় নূর-ই আলম চৌধুরী এমপি বলেন, সম্প্রতি ভারতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায়। দেশেটিতে করোনা বৃদ্ধির পেয়েছে কয়েক গুণ।

চরম ঝুকির মধ্যে রয়েছে তারা। বাংলাদশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করায়, করোনা তেমন হারে বৃদ্ধি পায় নাই। বিগত দিনে করোনায় আমাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মারা গিয়েছে।

আমরা সেই শোক এখনো ভুলতে পারিনাই। করোনা মোকাবেলা করেই আমাদের পথ চলতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

চীফ হুইপ আরো বলেন, আমাদেরকে করোনা মোকাবেলা করেই দেশের চলমান উন্নয়ন ও অর্থনীতি গতিশীল রাখতে হবে। সবাইকে মাস্ক পড়তে হবে সামাজিক দূরত্ব মানতে হবে।

ভ্যাকসিন দেয়ার সুযোগ আসলে সবাইকে ভ্যাকসিন দিতে হবে। দুটো ভ্যাকসিন না দেয়া থাকলে বা ভ্যাকসিন সার্টিফিকেট না থাকলে আগামীতে হয়তো পৃথিবীর কোন দেশে যেতে পারবেন না।

অনেক কাজ করার সময় ভ্যাকসিন সার্টিফিকেট চাওয়া হবে। করোনার ভ্যাকসিন আমাদের জীবনের একটা অংশ হয়ে যাবে। শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী,উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category