অনলাইন ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্মবিশ্বাসের সংকটে পড়ে ছুটি নিলেন বার্সার ডিফেন্ডার

বার্সেলোনার এই ডিফেন্ডার রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েছেন। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার রক্ষণভাগের অন্যতম ভরসা রোনাল্ড আরাউহো সম্প্রতি মানসিক অস্থিরতার এক কঠিন পর্যায়ের মধ্যে রয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে হওয়া বিতর্কিত লাল কার্ডের পর থেকেই উরুগুইয়ান এই সেন্টার-ব্যাক গভীর ধাক্কায় আছেন। ধাক্কাটি এতটাই তীব্র যে, তিনি ক্লাবের কাছে মানসিকভাবে পুনরুদ্ধারের জন্য অনির্দিষ্টকালের ছুটির আবেদন করেছেন।

সোমবার সকালে জোয়ান গামপরে বার্সেলোনার প্রশিক্ষণ মাঠে উপস্থিত হন আরাউহোর এজেন্টরা। ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকের মূল লক্ষ্য ছিল খেলোয়াড়কে মানসিকভাবে সমর্থন দিয়ে ফেরানো। ক্লাব, কোচিং স্টাফ এবং সতীর্থরা সবাই একমত যে, এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো আরাউহোর মানসিক স্থিতি পুনরুদ্ধার করা।

যদিও আরাউহো ট্রেনিং গ্রাউন্ডে উপস্থিত ছিলেন, তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নেননি।

প্রেস কনফারেন্সে কোচ হান্সি ফ্লিক পরিস্থিতি পরিষ্কার করে বলেছিলেন, “রোনাল্ড এখন খেলতে প্রস্তুত নন। এটি ব্যক্তিগত বিষয়, এবং তার গোপনীয়তা সম্মান করা উচিত।”
ফলে, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে আরাউহো থাকছেন না।

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

চেলসির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে কুকুরেলাকে ট্যাকল করার পর আরাউহো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ত্যাগ করেন। তখন স্কোর ছিল ১-০। মাঠ ছাড়ার মুহূর্তে তার ভেঙে পড়া মনোভাব সবার নজরে আসে। পরবর্তীতে স্প্যানিশ গণমাধ্যমের তীব্র সমালোচনা তাকে আরও চাপের মুখে ফেলে।

ঘটনাটি মূলত “শেষ ধাক্কা” ছিল। এর আগে কয়েক সপ্তাহ ধরে নানা কারণে মানসিকভাবে দুর্বল ছিলেন তিনি। শারীরিকভাবে ১০০% প্রস্তুত থাকলেও, ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন।

ক্যাপ্টেনদের একজন হিসেবে তার উপস্থিতি সতীর্থদের কাছে গুরুত্বপূর্ণ। ড্রেসিং রুমের সবাই তাকে আশ্বস্ত করেছে—“সময় নাও, ফিরে এসো প্রস্তুত হয়ে।” ক্লাবও একই বার্তা দিয়েছে: মানুষ হিসেবে তুমি আগে, খেলোয়াড় হিসেবে পরে।

শনিবারের ম্যাচে না থাকার কারণ হিসেবে প্রথমে ক্লাব পেটের অসুস্থতার কথা জানিয়েছিল। তবে স্পষ্ট হয়ে যাচ্ছে, স্ট্যামফোর্ড ব্রিজে লাল কার্ড পাওয়ার পর মানসিক আঘাতই তাকে নড়বড়ে করে দিয়েছে। এখন তিনি সেই পরিস্থিতি থেকে সেরে উঠতে সময় চাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা যে সকল সুবিধা ভোগ করেন

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

আত্মবিশ্বাসের সংকটে পড়ে ছুটি নিলেন বার্সার ডিফেন্ডার

এনসিপি কমিটি নিয়ে বিরোধ চরমে; সাংবাদিকদের হেনস্তা ও অফিস তালাবদ্ধ করার হুঁশিয়ারি উঠে এসেছে

রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশনকে আধুনিকায়নের অঙ্গীকার তুষার–কাকলী–তাসু প্যানেলের

সাংবাদিকদের হুমকি–বাধার ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তীব্র নিন্দা

সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৪১০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় হাজির হওয়া যুবক

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি

খালেদা জিয়াকে ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে

১০

মুকসুদপুরে মাদ্রাসা সভাপতি নির্বাচন নিয়ে অভিযোগ—পুনঃতদন্তের দাবি নির্বাচিত সভাপতির

১১

অতীতের বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না : রংপুরের পুলিশ সুপার

১২

সৌদিতে বড় ধরনের অভিযানে গ্রেপ্তার হল ২১ হাজার প্রবাসী

১৩

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আগামী সোমবার চার্জ গঠন করা হবে

১৪

শেখ হাসিনার সঙ্গে রেহানা ও টিউলিপের পরবর্তী রায় ঘোষিত হবে সোমবার

১৫

৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের ক্ষমতা পাবেন প্রধান বিচারপতি

১৬

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৭

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৮

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৯

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

২০