
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অভিযোগ ও তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। নির্বাচনে বিজয়ী প্রার্থী মোঃ ইউনুচ আলী মুন্সী তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। এবিষয়ে নির্বাচিত সভাপতি ইউনুচ আলী মুন্সী বাদী হয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর মাদ্রাসার সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে ৯ সদস্যের মধ্যে ৮ জন ভোট প্রদান করেন। নির্বাচনে ইউনুচ আলী মুন্সী ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, আর অপর প্রার্থী গোলাম মরতুজা পান ১ ভোট। নির্বাচন শেষে ২৮ সেপ্টেম্বর কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসা বোর্ডে আবেদন করা হয়।
একইদিন পরাজিত প্রার্থী গোলাম মরতুজা নির্বাচন নিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বোর্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে তদন্তের দায়িত্ব অর্পণ করেন এবং পরে তদন্ত কাজ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইমকে প্রদান করা হয়।
গত ১৮ নভেম্বর তদন্ত অনুষ্ঠিত হলেও নির্বাচিত সভাপতি অভিযোগ তুলেছেন যে তদন্তে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। তার দাবি অভিযোগের নির্দিষ্ট কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি। অভিযোগে অর্থ লেনদেনের বিষয় থাকলেও প্রিজাইডিং অফিসারের বক্তব্য গ্রহণ করা হয়নি, তদন্তে অংশ নেওয়া সদস্যদের মৌখিক বক্তব্য বিকৃতভাবে প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে।
ইউনুচ আলী মুন্সী জানান, “তদন্ত কর্মকর্তা অযৌক্তিকভাবে ও প্রভাবিত হয়ে প্রতিবেদন দিয়েছেন। এটি সুষ্ঠু তদন্তের পরিপন্থী।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন পুনর্বিবেচনা এবং নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন