
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি খালেদা জিয়ার চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।
হাসপাতাল থেকে বের হয়ে জামায়াত আমির বলেন, “ম্যাডাম বর্তমানে গুরুতর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার ডায়ালাইসিস চলছে। কাছ থেকে দেখে এলাম—তিনি গভীর সংকটের মধ্যেও লড়াই করে যাচ্ছেন। আমরা আশা করি, সুস্থ হয়ে তিনি আবারও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন।”
তিনি আরও জানান, খালেদা জিয়াকে দেখতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
এর আগে রাত ৯টার দিকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা এভারকেয়ার হাসপাতালে যান। বিষয়টি আইএসপিআর নিশ্চিত করেছে।
গত রোববার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। তিনি সিসিইউতে পর্যবেক্ষণে আছেন।
এ সময় লন্ডনে থাকা তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিতভাবে তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। হাসপাতালের পাশে রয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
এদিকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিল করছেন।
মন্তব্য করুন