বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

WhatsApp অ্যাকাউন্ট Delete করতে চাইছেন? খুব সহজ! জানুন কী ভাবে করবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৬ Time View

আলোকিত জনপদ ডিজিটাল ডেস্ক:

খব সহজেই WhatsApp Account Delete করতে পারেন ইউজারেরা। তবে মাথায় রাখতে হবে, কোনও ইউজার তার WhatsApp অ্যাকাউন্ট একবার ডিলিট করলে, আর কোনও দিনও তার অ্যাকসেস করতে পারবেন না। সেক্ষেত্রে WhatsApp-এ ফিরতে হলে আবার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

 

এই সময় ডিজিটাল ডেস্ক: WhatsApp-এর প্রাইভেসি পলিসি খুবই খটমট লাগছে? আর সেই কারণেই WhatsApp থেকে মুখ ফিরিয়ে Telegram বা Signal-এ চলে এসেছেন? কিন্তু WhatsApp অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেননি, তাই তো? এদিকে যে আবার আপনার সমস্ত ডেটাই WhatsApp-এর কাছে রয়ে গেল। সেগুলিই বা কী ভাবে সরাবেন?

খুবই সহজ কিছু পদ্ধতি আছে, যার সাহায্যে এক লহমায় আপনি নিজস্ব WhatsApp অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। যদিও সেখান থেকে আপনার সমস্ত তথ্য সরিয়ে নিয়ে যেতে এখনও কিছু দিন সময় লাগবে। কারণ, ডেটা কালেকশনের ক্ষেত্রে আর কয়েক দিনের মধ্যেই অর্থাৎ 8 ফেব্রুয়ারির আগেই আপনার কাছে একটি রিপোর্ট পাঠাবে WhatsApp। তবে ম্যানুয়ালি আপনি চাইলেই আপনার WhatsApp অ্যাকাউন্টের সমস্ত চ্যাট এবং মিডিয়া এক্সপোর্ট করতে পারবেন। সেই সব পদ্ধতিই জেনে নেওয়া যাক।

কী ভাবে Android থেকে আপনার WhatsApp অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করবেন?

* প্রথমেই WhatsApp খুলুন এবং তারপরে তিনটে ডটের আইকনে ট্যাপ করুন। আপনার WhatsApp প্রোফাইলের ঠিক ডানদিকে এই তিনটে ডটস দেখতে পাবেন।

* এবার ‘Settings’ অপশনে ট্যাপ করুন। তারপর ‘Account’ সেকশনে গিয়ে এক্কেবারে শেষ অপশন ‘Delete my account’-এ ক্লিক করুন।

* আপনার মোবাইল নম্বর দেওয়া জরুরি। তারপরই ‘Delete my account’-এ ট্যাপ করতে পারবেন।

* আপনার কাছে জানতে চাওয়া হবে যে, কেন WhatsApp অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন? সেই কারণটি WhatsApp-কে জানান।

* এবার ‘Delete my account’ অপশনে ট্যাপ করুন।

delete whatsapp account

কী ভাবে iOS থেকে আপনার WhatsApp অ্যাকাউন্ট ডিলিট করবেন?

* আপনার iOS ডিভাইস থেকে প্রথমেই WhatsApp খুলুন। তারপরে Settings > Account > Delete My Account – এই পদ্ধতি অক্ষরে-অক্ষরে মেনে চলুন।

* এবার আপনার ফোন নম্বর দিয়ে Delete My Account অপশনে ট্যাপ করুন।

whatsapp account

আপনার WhatsApp অ্যাকাউন্ট ডিলিট করলে ঠিক কী হতে পারে?

কোম্পানির তরফে জানানো হয়েছে, কোনও ইউজার তার WhatsApp অ্যাকাউন্ট ডিলিট করলে, আর কোনও দিনও তার অ্যাকসেস করতে পারবেন না। সেক্ষেত্রে WhatsApp-এ ফিরতে হলে আবার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই সার্ভিস 90 দিন সময় নেবে কোনও গ্রাহকের WhatsApp-এর সমস্ত তথ্য চিরতরে মুছে ফেলতে।

খুব সহজেই আপনার WhatsApp গ্রুপ নিয়ে আসতে পারবেন Signal-এ, জানুন কী ভাবে

এই বিষয়ে WhatsApp-এর তরফে বলা হচ্ছে, ‘আপনার সমস্ত তথ্যের একটা কপি 90 দিন পরেও WhatsApp-এর ব্যাকআপ স্টোরেজে থেকে যাবে। কারণ সেই তথ্য আমরা কোনও দুর্যোগের সময় পুনরুদ্ধারের জন্য, সফ্টওয়্যার এরর, এবং অন্যান্য ডেটা লসের কাজে ব্যবহার করে থাকি। এই সময়ে আপনার জন্য কিন্তু কোনও ডেটা আর দেখাবে না WhatsApp

। কিন্তু আমাদের কাছে তার কপি থেকে যাবে। লগ রেকর্ড সংক্রান্ত কিছু কপিও আমাদের ডেটাবেসে থাকবে।’

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category