বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

আশুলিয়া প্রেস ক্লাবের ৭ম দ্বি বার্ষিক নির্বাচনে বিজয়ী হলেন, সভাপতি মোজাফফর হোসেন জয় ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খাঁন লিটন

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ১২৮ Time View

স্টাফ রিপোর্টার মোঃ নাসিম খান 

ঢাকা জেলার আশুলিয়া প্রেস ক্লাবের ৭ম দ্বি বার্ষিক নির্বাচনে বিজয়ী হলেন, সভাপতি মোজাফফর হোসেন জয় ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম লিটন। রবিবার (৩ জানুয়ারি ২০২১ইং) ঢাকার প্রধান শিল্প অঞ্চল আশুলিয়া থানার বাইপাইলে অবস্থিত “আশুলিয়া প্রেস ক্লাবের হল রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অপু ওহাব, জাকির হোসেন ও মনিরুজ্জামান। ৭ম দ্বি বার্ষিক (২০২১-২০২২ইং) নির্বাচনে প্রেস ক্লাবের ৫১ জন সদস্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উক্ত আশুলিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদেরকে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান (এমপি-ঢাকা-১৯), সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য ও সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। মোজাফফর হোসেন জয় ২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শেফালী আক্তার মিতু ১৫ ভোট পেয়েছেন, এবং মাহফুজুর রহমান নিপু পেয়েছেন ১২ ভোট। মোঃ জহিরুল ইসলাম খাঁন লিটন ২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী লোকমান হোসেন খোকা চৌধুরী ২১ ভোট এবং লাইজু আহমেদ পেয়েছেন ৩ ভোট। মেহেদী হাসান মিঠু ২২ ভোট ও ওমর ফারুক ২০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।তাদের প্রতিদ্বন্দ্বী মঞ্জুর মোর্শেদ চৌধুরী ১৬ ভোট এবং শহিদুল ইসলাম ডাব্লিউ পেয়েছেন ১০ ভোট। ওবায়দুর রহমান লিটন ২৭ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শাহিনুর রহমান শাহিন পেয়েছেন ২৩ ভোট। আমিনুল ইসলাম ২৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আশরাফ হোসেন কামাল ১৭ ভোট এবং সোহেল হোসেন পেয়েছেন ০৫ ভোট। তুহিন আহমেদ ৩০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।তার প্রতিদ্বন্দ্বী রাকিব হাসান জিল্লুর পেয়েছেন ১৭ ভোট।মনির মন্ডল ২২ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিনয় বাবু ১৭ ভোট ও আল মামুন পেয়েছেন ১০ ভোট। মেহেদী হাসান মুন্সী ২৯ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবুল হায়াত বাচ্চু পেয়েছেন ২০ ভোট। নজরুল ইসলাম মানিক ২০ ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সোহেল হোসেন ১৪ ভোট ও খন্দকার অপু পেয়েছেন ১২ ভোট। এছাড়াও জাহাঙ্গীর আলম রাজু ২৮ ভোট, আলী আজম সরকার ২৭ ও জাহিদ হাসান শাকিল ২২ ভোট পেয়ে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম ১৯ ভোট, এ কে এম কামরুজ্জামান ১৮ ভোট এবং ইফতেখার আলম জাহাঙ্গীর পেয়েছেন ১৫ ভোট। উক্ত প্রেসক্লাবের সকল সদস্য ভোটার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচিতরা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category