মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

এক মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের সমাপনী ও সার্টিফিকেট প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ১৩২ Time View

 হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার 

অফিসার ও ফোর্সদের কম্পিউটারের উপর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স মাল্টিপারপাজ ভবনে চলতে থাকা এক মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের সমাপনী ও সার্টিফিকেট প্রদান । অদ্য ৩১/১২/২০২০ খ্রি: বিকাল ০৪.০০ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয়ে গত ০১/১০/২০২০ খ্রি: থেকে শুরু হওয়া অফিসার ও ফোর্সদের কম্পিউটারের উপর অধিক দক্ষ ও চৌকস পুলিশ সদস্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে যশোর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম, মহোদয়ের উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় এক মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের সমাপনী ও সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে কম্পিউটারের উপর দক্ষতা অর্জন সূচক সার্টিফিকেট প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার ও কোর্সের উদ্যোক্তা জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয়। পুলিশ সুপার মহোদয় বলেন, বর্তমান পেক্ষাপটে কম্পিউটারের উপর দক্ষতার কোনো বিকল্প নেই, এই কথা চিন্তা করেই আমার অধীনস্থ সকল পুলিশ সদস্যদের কম্পিউটারের উপর অধিক দক্ষ ও চৌকস পুলিশ সদস্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যেই আমরা জেলা পুলিশ যশোর এই উদ্যোগ গ্রহণ করেছি। এ সময় তিনি উক্ত কম্পিউটার প্রশিক্ষণের সাথে জড়িত সকল প্রশিক্ষক তথা মিডিয়া সেলের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একই সাথে কোর্স শেষে ভালো ফলাফল অর্জন করাই সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ ও শুভকামনা জ্ঞাপন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার, (অপরাধ), যশোর, আরআই পুলিশ লাইন্স যশোর সহ জেলা পুলিশ যশোরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category