নাটোর জেলা প্রতিনিধিঃ র্যালী ও আলোচনা সভা সহ কেক কাটার মধ্য দিয়ে নাটোরের লালপুরে পৃথক পৃথক ভাবে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা যুবলীগ। দিনটি উপলক্ষে বুধবার বিকেল ৪ টা ১৫ মিনিটের দিকে লালপুর উপজেলা যুবলীগের আয়োজনে একটি র্যালী বের করা হয় । র্যালীটি বাঘা- ঈশ্বরদী সড়ক প্রদিক্ষণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে এসে শেষ হয়। সেখানে উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুল হাসান মিল্টনের সভাপতিত্বে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিখি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ। এছাড়া অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন সরল প্রমুখ ।
Leave a Reply