সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়া রামশীল খাল থেকে নিখোঁজ হওয়া ১৮ মাসের বাঁচ্চার ভাসমান লাশ উদ্ধার নড়াইলে মাইজপাড়া ও কলোড়া ইউপি নির্বাচন-২০২৪ এর ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার গরমে স্কুল বন্ধ রাখায় মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নড়াইলে নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন: স্বাস্থ্যমন্ত্রী পবা সাব রেজিস্ট্রারের ঘুষ বানিজ্যের হাতিয়ার রনি-নাদিম সিন্ডিকেট এক পশলা বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন শতাধিক মুসল্লি জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন প্রতিবন্ধীদের মূল ধারায় আনার প্রচেষ্টা আছে সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আন্তজার্তিক পর্যায়ে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের স্বর্ণ জয়

রংপুরে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

রিয়াজুল হক সাগর,রংপুর
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

রংপুর প্রেসক্লাব আয়োজিত প্রথমবারের মতো মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)।শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টিসিএ রংপুরের মুখোমুখি হয় রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।নির্ধারিত ১২ ওভারে তারা ৭৪ রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিসিএ। ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার পান টিসিএ’র অলরাউন্ডার সাইফুল ইসলাম হৃদয়।

আর সর্বোচ্চ রান সংগ্রাহক টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রংপুরের অলরাউন্ডার মোহাম্মদ রনি। এ ছাড়া সর্বোচ্চ উইকেট শিকারি ও ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন টিসিএ’র সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন।

রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা’র সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ, বিসিবি’র পরিচালক, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লতিফা শওকত, তিস্তা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, তিস্তা বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, সাবেক ব্যাংক কর্মকর্তা মাসুদ করিম খান, রংপুর স্টিলের স্বত্বাধিকারী হামীম আব্দুল্লাহ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী এবং ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জিতু কবীর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।আরও বক্তব্য দেন রংপুর প্রেসক্লাবের সদস্য আরিফুল হক রুজু, মাহবুবুল ইসলাম, জয়নাল আবেদীন, নজরুল মৃধা, সিদ্দিকুর রহমান, আব্দুর রহমান মিন্টু, রেজাউল ইসলাম বাবু, হাসান গোর্কি, রিপোর্টার্স ক্লাবের সাধারণ মিজানুর রহমান লুলু, সিনিয়র সহ-সভাপতি এস এম ইকবাল সুমন, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের কোষাধ্যক্ষ মেজবাহুল মোকাররবিন হিমেল, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান হিরু, টিসিএ রংপুরের সভাপতি শাহ নেওয়াজ জনি ও সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শিপন তালুকদার।পরে অতিথিরা অংশগ্রহণকারী দল প্রেসক্লাব রংপুর, রিপোটার্স ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাব, রংপুর রিপোটার্স ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোটার্স ইউনিটি, টিসিএ রংপুর এবং রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অধিনায়ক ও সংগঠনের নেতৃবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন।

শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল টিসিএ রংপুর এবং রানার্সআপ দল রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।সেই সঙ্গে প্রথমবারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করায় প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অতিথি ও সাংবাদিক সংগঠনগুলো। আগামীতেও যেন প্রেসক্লাব এ ধরনের আয়োজন অব্যাহত রাখে সেই প্রত্যাশা করেন তারা। টুর্নামেন্টে সকল সাংবাদিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রংপুরের ৮টি সাংবাদিক সংগঠনের অংশগ্রহণে শুরু হয় মিডিয়া কাপ টুর্নামেন্ট। এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category