হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হল রুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ৫ম জাতীয় অনলাইন বিজ্ঞান অলিম্পিয়াড-২০২০ অনুষ্ঠিত হয় এবং ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ৫ম জাতীয় অনলাইন বিজ্ঞান অলিম্পিয়াড-২০২০ প্রতিযোগিতায় অংশ গ্রহণ ছাত্র / ছাত্রীদের মধ্যে চুয়াডাঙ্গার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফলাফল ঘোষণা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান। প্রতিযোগিতায় বিজয় অর্জন করেছে। ১) সজন আহমেদ, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়, ১০ ম শ্রেণি, রোল নং ৩, ২) তামান্না জান্নাত পূরবী, সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, ১০ ম শ্রেণি, রোল নং ১, ৩) শাফিউল কবির, নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, ১০ ম শ্রেণি রোল নং ২। ৪) জি, এস, সাজ্জাদ হোসেন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়, ১০ ম শ্রেনী, রোল নং ২। ৫) মো: সিহাব উদ্দিন , আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়, ১০ ম শ্রেণি, রোল নং ২। ৬) মোছা : সোনিয়া খাতুন , তেতুল শেখ কলেজ, একাদশ শ্রেণি, রোল নং ৩০৬। ৭) উম্মে সানজিদা ঐশি, তেতুল শেখ কলেজ, একাদশ শ্রেণি, রোল নং ৩০৫। ৮) মো: ইহসানুল কবীর, তেতুল শেখ কলেজ, একাদশ শ্রেণি, রোল নং ৩২২। ৯) মো: রাসেল মিয়া, তেতুল শেখ কলেজ, একাদশ শ্রেণি, রোল নং ৩১৮। ১০) আব্দুল সামি, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, দ্বাদশ, রোল নং ১৫১৬।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব বিকাশ কুমার সাহা, সহকারী প্রোগ্রামার জনাব মোঃ তরিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জনাব সোহেল আহম্মেদ এবং একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আলমগীর হোসেন, পেশকার সোবহান আলী সহ আরো অনেকে।
Leave a Reply