সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়া রামশীল খাল থেকে নিখোঁজ হওয়া ১৮ মাসের বাঁচ্চার ভাসমান লাশ উদ্ধার নড়াইলে মাইজপাড়া ও কলোড়া ইউপি নির্বাচন-২০২৪ এর ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার গরমে স্কুল বন্ধ রাখায় মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নড়াইলে নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন: স্বাস্থ্যমন্ত্রী পবা সাব রেজিস্ট্রারের ঘুষ বানিজ্যের হাতিয়ার রনি-নাদিম সিন্ডিকেট এক পশলা বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন শতাধিক মুসল্লি জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন প্রতিবন্ধীদের মূল ধারায় আনার প্রচেষ্টা আছে সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আন্তজার্তিক পর্যায়ে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের স্বর্ণ জয়

ফ্যান্টাসি কিংডমে বন্ধুদের মিলন মেলা

সবুজ রানা, টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৮ Time View

সারাদিন আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শেষ হলো সকল জেলার এসএসসি২০১০/এইচএসসি২০১২সালের বন্ধুদের সাথে নিয়ে বন্ধুদের মিলন মেলা।

দ০০0আজ শুক্রবার(৩১ডিসেম্বর)ফ্যান্টাসি কিংডমে বন্ধুদের সাথে নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমরা ৭৫০জন।‘বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই।বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ,একেকটা বন্ধুই অন্য বন্ধুর জন্যই ছায়া হয়ে দাড়িয়ে থাকা।

প্রাইমারী পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতেও অনেক নাম না জানা মানুষের সঙ্গে বন্ধুত্বের আর্বিভাব হয়ে থাকাটাই বন্ধুত্বের পরিচয়। আবার জীবনের তাগিদের জন্য কেউ কেউ ব্যস্ত সময় পার করে আসছি আবার উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে বসবাস করছি,সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মনের সেই টানটা আগের মতই রয়ে গেছে।সকলের ব্যস্ততার মধ্যেও যেন একই প্ল্যাটফর্মে থাকতে পারি, একে-অন্যের পাশে পরিপক্ব হিসেবে আমরা সবাই দাঁড়াতে পারি, সেই উদ্যোগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসএসসি২০১২/এইচএসসি২০১২ ব্যাচের বন্ধু-বান্ধবীদের-কে নিয়ে প্রতিবছর যেন একটি গাছের নিচে যেন থাকতে পারি।
অনেক দূর দূরান্ত থেকে ছুটে আশা ৭৫০ শতাধিক বন্ধু ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডমে একত্রিত হয়েছিলাম।সারাদেশ থেকে আগত সকল বন্ধুদের আগমনে এই মিলন মেলা সকালের কুয়াশা ভেদ করতেই পায় পূর্ণতা,সকালের মিষ্টি রোদ গায়ে লাগিয়ে আইডি কার্ড ও টি-শার্টের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে হাতে পাওয়ার মজাটাই ছিলো অন্য রকম।ফ্যান্টাসি কিংডম ভিতরে ঢুকে সবাই এক সাথে হয়ে কুরআন তেলওয়াত,জাতীয় সংগীত ও সকালের নাস্তা করে যার যার মত করে বন্ধু বান্ধবী-দেরকে নিয়ে ঘুরাঘুরি ও ওয়াটার কিংডমে গোসল করা শুরু হয়ে যায়।এই মিলন মেলায় অংশগ্রহণ করে প্রবাসি,পুলিশ,র‍্যাব,আর্মি, ডাক্তার,উকিল,সাংবাদিক-সহ অন্যান্য শ্রেণী-পেশার বন্ধুরা।এবং এর সাথে সকল বন্ধুদের নিয়ে সারা বাংলাদেশের প্রথম ১০/১২ব্যাচের বড় একটা আয়োজন করা হয়েছিলো।
এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়ে ছিলো আমার বন্ধু তোফায়েল আহমেদ, হিমেল,ইমু, নাম না জানা অনেক বন্ধুরা।

অনুষ্ঠানের শেষ অংশে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এই অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শেষ করা হয়।এর সাথে আরো জানানো হয় সকল বন্ধু-বান্ধবীরা আবার যেন এভাবে ফিরে আসতে পারি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category