মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন

মাদারীপুর শিবচরে সন্ত্রাসী আসলাম বেপারী গ্রেফতার!

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৮৬ Time View

মাদারীপুরের শিবচরে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গিয়ে কুখ্যাত সন্ত্রাসী আসলাম বেপারী (৪৫) দেশীয় অস্ত্রসহ আটক। শনিবার (১২ জুন) বিকেলে সাড়ে পাঁচটার দিকে শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফকিরকান্দি এলাকা থেকে তাকে আটক করে এলাকাবাসী।

আটক আসলাম মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের আলীম বেপারীর ছেলে। জানা গেছে, আজ বিকেলে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারী উকিল তার কর্মিদের নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণার জন্য ০৯ নং ওয়ার্ডের ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য গেলে কুখ্যাত সন্ত্রাসী আসলাম বেপারী ও তার সাথে আরও ৮/১০ জন লোক নিয়ে ওই ইউনিয়নের অপর প্রার্থী ওলি উল্লাহ খালাসীর পক্ষে একটি চাকু দেখিয়ে তাদের গতিরোধ করে ভয় ভীতি দেখায়।

এসময় এলাকার লোকজন ও বারী উকিলের কর্মীরা চাকুসহ আসলামকে ধরতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাতের নেতৃত্ব পুলিশের একটি দল তাকে আটক করে শিবচর থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, আসলাম বেপারী মাদারীপুরের ধুরাইল ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে পন্ড করতে টাকার বিনিময়ে ভাড়া আসে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে। চেয়ারম্যান প্রার্থী আবদুল বারী উকিল বলেন,আসলাম এর আগেও আমার এক ভাইসহ আমার ভোটারদের ভয় ভীতি দেখাত।সে বহিরাগত লোক।

সে কিভাবে এক এলাকা থেকে অন্য এলাকায় আসে” শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাত বলেন,’বিকেলে আসলাম ওই এলাকায় কয়েকজনকে নিয়ে চেয়ারম্যান প্রার্থীর লোকজনকে ভয় ভীতি প্রদর্শন করতেছিলো।এসময় এলাকাবাসী তাকে আটক করে।

পরে আমরা তাকে উদ্বার করে থানায় নিয়ে আসি’। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন,’বহেরাতলা দক্ষিন ইউনিয়নের একটি এলাকায় তাকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। উল্লেখ,আগামী ২১ জুন প্রথম ধাপে অনুষ্ঠিত শিবচর উপজেলার ১৩ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category