মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৯৪ Time View

গোপালগঞ্জে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ” প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘরের কাজ তদারকি ও পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ আনিসুর রহমান। শনিবার (১২ জুন) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ও হরিদাসপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গিয়ে প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ তদারকি করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ আনিসুর রহমান বলেন, গৃহহীনদের জন্য নেওয়া এই প্রকল্পের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। তিনি প্রকল্পের অগ্রগতি ও সুবিধাভোগীদের বিষয়ে খোঁজ খবর নেন। এজন্য প্রকৃত গৃহহীনদের মাঝে সরকারি এই সুবিধা দিতে হবে। তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ঘর নির্মাণে কোনো প্রকার অনিয়মন মেনে নেওয়া হবে না। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলাউদ্দিন, হরিদাসপুর ইউপি চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান, উলপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান (বাবুল), জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ আনিসুর রহমান গতকাল মুকসুদপুর উপজেলায় এবং আজ সকালে কোটালীপাড়া এবং বিকালে কাশিয়ানী উপজেলায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন এবং সুবিধাভোগীদের সাথে কথা বলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category