মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

লোহাগড়ায় রেল লাইনের মাল চুরি গ্রেফতার ২

নড়াইল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৮৫ Time View

নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামের সুইচ গেট এলাকায় রেললাইনের বড় বড় লোহার প্লেট চুরি হওয়ার ঘটনায় আটক ২ । বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম লক্ষ্য হল রেল যোগাযোগ ব্যবস্থা। যাতে মানুষ অল্প খরচে নিরাপদ ভ্রমন করতে পারে। উক্ত কাজ টি সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকার চীন দেশের চায়না প্রজেক্ট কে দেন। চায়না প্রজেক্ট দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। অথচ ওখানে ওই এলাকার কিছু চোর ৬০/৬৫ কেজি ওজনের লোহার প্লেট/ শাটার গুলি চুরি করে পাট ক্ষেতের মধ্যে রাখে এবং কিছু বিক্রি করে ফেলে। পুলিশ কে এই চুরি হওয়ার বিষয়টি জানান পাইকমারী গ্রামের সিকিউরিটি গার্ড নূর আলম । চোর ২ জন হলেন ধোপাদহ গ্রামের দিনিয়ার এর ছেলে মজিবর ও রেল নাইনের নিরাপত্তাকর্মী মিরাজ। এই ২ জন কে পুলিশ আটক করে এক রাত এক দিন থানা হাজতে রাখার পর ও চোরদের কে ছেড়ে দেওয়া হয়। চোর দের ছাড়ার কারণ হল চায়না প্রজেক্ট এর কেহ মামলা দিতে রাজি না,তারা বাংলাদেশে আসছে রেল লাইনের কাজ করার জন্য । তারা মামলায় জড়াতে চায় না। তাই অবশেষে চুরি হওয়া মালা মালের মুল্য এক লক্ষ বিশহাজার টাকা চায়না প্রজেক্ট কে দিলে তাদের আর কোন অভিযোগ নেই বলে জানা যায়। চোর দের পক্ষে একজন লিডার হিসাবে কাজ করেন চোর দের কে ছাড়ানোর জন্য, ৯ জন চোর চিহ্নিত করে প্রত্যেক চোর থেকে ১৩০০০ টাকা করে তুলা হয়। অবশেষে উল্লেখীত টাকা পরিশোধ করলে আসামি দের কে ছেড়ে দেওয়া হয়। নাম না বলতে অন ইচ্ছুক অনেকেই আছেন তাহারা বলেন এই দুইজন ই নয়,এদের সাথে জড়িত আরো ৭/৮ জন আছে। এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন যে চোর দের যদি এমন ভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে চোর দিন দিন বৃদ্ধি পাবে। চোর দের ছাড়ায় নেওয়ার পিছনে কিছু দালাল চক্র কাজ করেছে বলে জানাযায়।আর তাহারা হলেন জালাল শেখ ও রতন শেখ। সচেতন মহল জানান, চোর দের শাস্তি হওয়া উচিত ছিল।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category