সোমবার, ০৬ মে ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ বিষয়ে সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ১২২ Time View

 স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ৪ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। সভায় সিন্ধান্ত হয় এ বছর সীমিত পরিসরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গার মোট ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের দল কুচকাওয়াজে অংশ গ্রহন করবে। এগুলো হলো প্রাথমিকে রেলবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেদারগঞ্জ মডেল, প্রভাতী, বেলগাছী, ঝিনুক, ফার্মপাড়া ও ইসলাম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিকে ভিজে সরকারী, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়, কাক্টেরেট স্কুল অ্যান্ড কলেজ, চুয়াডাঙ্গা একাডেমি, আদর্শ বালক উচ্চ বিদ্যালয়, এমএবারী মাধ্যমিক ও রাহেলা খাতুন গার্লস একাডেমি। কলেজ পর্যায়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ, আদর্শ সরকারি মহিলা কলেজ ও চুয়াডাঙ্গা পৌর কলেজ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, এনডিসি আমজাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফুল কবীরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category