সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

কেশবপুরের ভ্যান চালক ইদ্রিস হত্যার রহস্য, গ্রেফতার-৬, হত্যা মামলার ভ্যানসহ চোরাই ৫ ভ্যান ও সরঞ্জামাদি উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২০২ Time View

হাফিজুর রহমান:

ভ্যান চুরি ঘটনার তদন্তে বের হলো কেশবপুরের ভ্যান চালক ইদ্রিস (১৪) হত্যার রহস্য, গ্রেফতার-৬, হত্যা মামলার ভ্যানসহ চোরাই ৫ ভ্যান ও সরঞ্জামাদি উদ্ধার।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ : ইং ০১/০১/২০২১ তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় কেশবপুর থানাধীন মঙ্গলকোট এলাকা হতে ইদ্রিস আলী (১৪) নামের এক ব্যাটারী চালিত ভ্যান চালকের লাশ উদ্ধার করে কেশবপুর থানা পুলিশ। জানা যায়, ইং ৩১/১২/২০২০ তারিখ সকাল ০৬.০০ ঘটিকার সময় প্রতি দিনের ন্যায় ভ্যান চালক ইদ্রিস ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়।

সন্ধ্যার পর বাড়ীতে না ফিরে আসলে তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পায় পরিবারের লোকজন।

সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজা-খুজিতেও সন্ধান মেলে না ইদ্রিস আলীর। পরের দিন ইং ০১/০১/২০২১ তারিখ নতুন বছরের শুরুর দিন সকাল ০৯.০০ ঘটিকার সময় মঙ্গলকোট থেকে তার মৃত দেহ পাওয়া যায়। মাথায় আঘাত করে কে বা কাহারা তাকে হত্যা করে তার ব্যবহৃত ভ্যান, মোবাইল, টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এই সংক্রান্তে নিহতের বড় ভাই আঃ কুদ্দুছ, পিতা-সাহাবুদ্দিন, সাং-শ্রিফলা, থানা-কেশবপুর, জেলা-যশোর বাদী হয়ে এজাহার দায়ের করলে কেশবপুর থানার মামলা নং-০২ তাং-০১/০১/২০২১ ইং ধারা-৩০২/৩৯৪/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।

গ্রেফতার ও উদ্ধার অভিযান : ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম গোপন ও প্রকাশ্যে তদন্ত শুরু করে। ঘটনাটি ক্লুলেস ও চাঞ্চল্যকর হওয়ায় মামলাটি ইং ২৭/০১/২০২১ তারিখে জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তভার ন্যাস্ত করেন জেলার পুলিশ সুপার মহোদয়।

তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় জনাব সোমেন দাশ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার(ডিবি) একটি চৌকস টিম ইং ০৫/০৩/২০২১ তারিখে মনিরামপুর থানাধীন কাশিমনগর সাকিনে গোপন সংবাদের ভিত্তিতে চোরাই ভ্যান ক্রয়/বিক্রয়কালে ০১ জনকে চোরাই ভ্যান ও সরঞ্জামসহ হাতে নাতে আটক করেন।

এই সংক্রান্তে মনিরামপুর থানায় পৃথক একটি মামলা রুজু হয়। উক্ত ঘটনায় পলাতক মনিরামপুরের সোহেল রানা ও কেশবপুরের নাজমুল ইসলাম @ ইমরান নামের ভ্যান চোরের সন্ধ্যানে নামে ডিবি পুলিশ।

এক পর্যায়ে ইং ১৭/০৩/২০২১ তারিখ বেলা ১৩.৩০ ঘটিকার সময় চাঁচড়া চেকপোষ্ট এলাকা হতে প্রধান চোর নাজমুল ইসলাম @ ইমরান-সোহেলসহ ০৩ জনকে আটক করে তাদের স্বীকারোক্তি মতে কোতয়ালী থানাধীন ঘোপ বেলতলা ডিআইজি রোড থেকে আবতাবকে আটক করে তার হেফাজত থেকে চোরাই ভ্যান ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংবাদ পেয়ে কেশবপুর ইদ্রিস হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী মাসুম ও পুলিশ পরিদর্শক রুপন কুমার সরকার, পিপিএম ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কেশবপুরের ইদ্রিস হত্যার ঘটনাসহ একাধিক ভ্যান চুরির ঘটনা স্বীকার করে ইমরান-সোহেল চোরচক্র।

তাদের স্বীকারোক্তি মতে ধারাবাহিক অভিযানে মনিরামপুর তাহেরপুর থেকে রশিদ নামের আরেক জনকে আটক করে ইং ১৭/০৩/২০২০ তারিখ বিকাল ১৭.০৫ ঘটিকার সময় কেশবপুর থানাধীন বাজিতপুর সাকিনে হত্যা মামলার ছিনতাইকৃত ব্যাটারী চালিত ভ্যান গাড়িটি উদ্ধার করে ডিবি পুলিশ।

চোর নাজমুল ইসলাম@ ইমরান হত্যা মামলার ঘটনাস্থলে গিয়ে হত্যা ও ছিনতাইয়ের আধ্যুপান্ত বর্ননা দেয় এছাড়া কেশবপুর থানাধীন ছোট পাথরা, পাজিয়া ও হদ গ্রামে ঘটনার আগে ও পরে একাধিক ভ্যান চুরির ঘটনা বর্ননা দেয় এবং ভুক্তভোগীদের বাড়ী সনাক্ত মহোড়া করে ডিবি পুলিশ।

তাদের স্বীকারোক্তি মতে মনিরামপুর কাশিপুর বাজারে রফিকুল ইসলামের অটো রিক্সা গ্যারেজ হতে ২টি চোরাই ব্যাটারী চালিত ভ্যান ও সরঞ্জামাদি উদ্ধারসহ রফিকুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। মোট ০৬ জনকে আটক করে হত্যা মামলার ছিনতাইকৃত ব্যাটারী চালিত ভ্যান গাড়ীসহ মোট ০৫টি ভ্যান ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

চোরাই উদ্ধার সংক্রান্তে এসআই(নিঃ)/ মফিজুল ইসলাম, পিপিএম, বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে পৃখক মামলা রুজু হয় এবং কেশবপুরের ভ্যান চালক ইদ্রিস হত্যা মামলাতেও গ্রেফতার করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যান চালক ইদ্রিস আলীকে ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘটনাস্থলে নিয়ে মাথায় আঘাত করে হত্যা করে লাশ ঘুম করে ও ব্যবহৃত ভ্যান গাড়িটি নিয়ে চলে যায়।

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ ১। মোঃ নাজমুল ইসলাম @ ইমরান(২১), পিতা-মোঃ তকোববার মোড়ল, মাতা-আলেয়া বেগম, সাং- কন্দপপুর, থানা-কেশবপুর, জেলা-যশোর ২।

মোঃ সোহেল রানা @ সুমন(২৩), পিতা-মোঃ আশরাফ আলী বিশ্বাস, মাতা-সাজেদা বেগম, সাং-দোনার, থানা-মনিরামপুর, জেলা-যশোর। ৩।

মোঃ সাহিদুল ইসলাম @ সাইদুর(২৮), পিতা-মৃত আকাম সরদার, সাং-কাশিপুর মধ্যপাড়া, থানা-মনিরামপুর, জেলা-যশোর। ৪। মোঃ আবতাব মোল্লা(৪৫), পিতা-জয়নাল মোল্লা, সাং-রামচন্দ্রপুর পূর্বপাড়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, বর্তমান ঠিকানা-ঘোপ বেলতলা ডিআইজি রোড, আতাউর রহমানের বাসার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর।

৫। মোঃ রফিকুল ইসলাম(৫০), পিতা-আব্দুল কাদের সরদার, সাং-কাশিপুর দক্ষিণপাড়া, থানা-মনিরামপুর, জেলা-যশোর। ৬। আব্দুর রশিদ(৫০), পিতা-মৃত মোমিন বিশ্বাস, সাং- তাহেরপুর, থানা-মনিরামপুর জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামত : ১। হত্যা মামলার ছিনতাইকৃত ব্যাটারী চালিত ভ্যানসহ মোট ০৫টি ভ্যান। ২। ব্যাটারী, চেসিস, ফ্রেম, চাকা, মটরসহ বিভিন্ন সরঞ্জাম। ৩। ০৫টি মোবাইল সেট।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category