সোমবার, ০৬ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

আন্তর্জাতিক মার্শাল আর্ট অনলাইন চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জের রোকেয়ার ব্রোঞ্জ পদক লাভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৮০ Time View

 শাকিল রেজাঃ

আন্তর্জাতিক মার্শাল আর্ট অনলাইন চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জের রোকেয়া ৩য় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক লাভ করে। গত ২৫শে জানুয়ারি ৩২ দেশের অংশগ্রহণে আয়োজিত হয় এ অনলাইন মার্সাল আর্ট চ্যাম্পিয়নশিপ। এ আয়োজনে বাংলাদেশের ৬৪টি জেলার খেলোয়াড়দের অংশগ্রহণ থাকলেও বাংলাদেশকে একটি মাত্র পদক এনে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নিরালা গুচ্ছগ্রামের মেয়ে রোকেয়া খাতুন। খুবই নিম্ন পরিবারের সংগ্রামী মেয়ে রোকিয়ার এমন খবরে উচ্ছ্বসিত চাঁপাইনবাবগঞ্জবাসী। রোকিয়া জানান, আমার একার পক্ষে এই খেলা চালিয়ে যাওয়া কখনই সম্ভব ছিলনা। এজন্য সবসময়ই আমার পাশে ছিলেন এডিসোনাল ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম, উপ পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, ৬নং কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেনাউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মনিরুল ইসলাম মানিকসহ আরও অনকেই। রোকেয়া বর্তমানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সহায়তায় শিবগঞ্জ উপজেলায় ২০টি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে আত্নরক্ষামুলুক প্রশিক্ষণ দিচ্ছেন। উল্লেখ্য যে, রোকেয়া ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ২৫টি খেলায় আংশগ্রহন করে ২৫টি পদক অর্জন করেছেন। যার মধ্যে ১২টি স্বর্ণপদক, ১০টি রৌপ্যপদক ও ৩টি তাম্রপদক পেয়েছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category